Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

করোনার দ্বিতীয় ঢেউ, শয্যা ও আইসিইউ সঙ্কটে হাসপাতালগুলো

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ মার্চ ২০২১, ০৯:৫৭ AM
আপডেট: ৩০ মার্চ ২০২১, ০৯:৫৭ AM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


করোনার দ্বিতীয় ঢেউ শুরুর সঙ্গে সঙ্গেই হাসপাতালগুলোতে শয্যা ও আইসিইউ সঙ্কট দেখা দিয়েছে। সবচেয়ে করুন অবস্থা রাজধানীর। এ অবস্থায় বিভিন্ন হাসপাতালে বন্ধ করে দেয়া করোনা ইউনিট আবারও চালুর উদ্যোগ নেয়া হয়েছে। নতুন শয্যা ও আইসিইউ সংযোজনের পরিকল্পনা নিয়েছে কর্তৃপক্ষ।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ চূড়ায় ওঠে গত বছরের জুন-জুলাইয়ে। ওই সময় প্রতিদিন গড়ে তিন থেকে চার হাজার রোগী শনাক্ত হতো। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে শনাক্ত কমতে থাকে এবং এক সময় তা ১০০ এর ঘরে নেমে আসে। কিন্তু চলতি মাসের শুরু থেকে ফের বাড়তে থাকে সংক্রমণের হার। গত সাত দিন ধরে গড়ে সাড়ে তিন হাজারের বেশি রোগী শনাক্ত হচ্ছে। এমন পরিস্থিতিতে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, আরেকটি চূড়ার দিকে যাচ্ছে করোনার সংক্রমণ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সংক্রমণের হার ঊর্ধ্বমুখী হওয়ায় গত বছরের ২৮ জুন সারা দেশে কোভিড রোগীদের জন্য শয্যা সংখ্যা ছিল ১৪ হাজার ৩৪৮টি। এর বিপরীতে রোগী ভর্তি ছিল ৪ হাজার ৮৯৮ জন। সংক্রমণ কমতে থাকলে শয্যা ও রোগীর সংখ্যাও কমতে থাকে। এরপর ২৬ ডিসেম্বর শয্যা কমিয়ে ১০ হাজার ৩৭১টি করা হয়। রোগীও কমে আসে ১ হাজার ৭২২ জনে।

চলতি মাসের শুরু থেকে সংক্রমণ বাড়তে থাকলে শয্যা ও রোগীর সংখ্যাও বাড়তে থাকে। গত ২৮ মার্চের হিসেব বলছে, সারা দেশে ৯ হাজার ৮০৭টি শয্যার বিপরীতে রোগী ভর্তি করা হয় ৩ হাজার ৫৪৫ জন। তবে রাজধানীর চিত্র আরও ভয়াবহ। বেশিরভাগ হাসপাতালে এখন করোনা শয্যা ও আইসিইউ খালি নেই।

রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে কোভিড রোগী ধারণ ক্ষমতা ২২০। কয়েক মাস আগে কেবিন ব্লকের দ্বিতীয় ও তৃতীয় তলাকে নন কোভিড করা হয়। কিন্তু পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় দ্বিতীয় তলাকে আবারও কোভিড করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্ষেত্রেও একই অবস্থা।

স্বাস্থ্য অধিদপ্তরও হাসপাতালগুলোকে প্রস্তুতি নিয়ে রাখার নির্দেশনা দিয়েছে।

Bootstrap Image Preview