সাধারণত কোনো গৃহপালিত পশু এক জায়গা থেকে দূরবর্তী অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য টেম্পো বা ট্রলি ব্যবহার করা হয়। কিন্তু কখনো কি শুনেছেন, যে সাত সিটের মাইক্রোবাসে করে মানুষ আর গরু একসঙ্গে নিয়ে যাওয়া হয়? শুনতে একটু অবাক লাগলেও কথাটা সত্যি। সম্প্রতি নেটদুনিয়ায় একটি ভিডিও ব্যাপক ভাইরাল হচ্ছে।
ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, এক ব্যক্তি একটি সাত সিটের মাইক্রোবাসের মধ্যে তার গরুকে ঢুকিয়ে দিয়েছে। গরুটি দিব্যি জানালা দিয়ে মুখ বাড়িয়ে আছে। এমন ভাবেই চলছে গরু পরিবহনের কাজ। এই ভিডিওটি রাস্তায় চলা অন্য একটি গাড়ি থেকে করা হয়েছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট হতেই ব্যক্তির উপস্থিত বুদ্ধির ও গরু পরিবহনের উপায় দেখে হাসির জোয়ার উঠেছে নেটিজেনদের মধ্যে।
এই হাসির ভিডিওটি শেয়ার করেছেন আইএএস অফিসার অনিস সারান। সে ভিডিওটি টুইটারে শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, 'দা মোস্ট সলিড জুগার এভার'। এই ভিডিওটি তিনি শেয়ার করার পর সেখানে অনেকে কমেন্ট করেছে। বর্তমানে তার টুইটার পোস্টে ২০০ রিটুইট হয়েছে এবং ২ হাজারের কাছাকাছি লাইক পড়েছে। আসলে নেটিজেনরা এমন হাস্যকর উপায় দেখে ভিডিওটি শেয়ার করা থেকে বিরত হতে পারেনি।