Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

র‍্যাবের নাকের ডগা দিয়ে পালালো মাদক ব্যবসায়ী!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারী ২০২১, ০৬:৩৪ PM
আপডেট: ০৯ ফেব্রুয়ারী ২০২১, ০৬:৩৪ PM

bdmorning Image Preview


আটকের পর গাড়িতে উঠানোর সময় হাতকড়াসহ র‍্যাবের হাত থেকে পালিয়েছে এক মাদক ব্যবসায়ী। গতকাল সোমবার বিকেলে এ ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার উত্তর শিমুলবাড়ী এলাকায়।

পালিয়ে যাওয়া আসামীর নাম লাবু মিয়া (২২)। সে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের জায়গিরটারী গ্রামের আতাউর রহমান আতা মিয়ার ছেলে।

রংপুর র‍্যাব-১৩ এর উপ-পরির্দশক (এসআই) সুকুমার সরকার জানান, গতকাল সোমবার গোপন সংবাদের ভিত্তিতে একদল ফোর্সসহ উত্তর শিমুলবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে অবস্থান নেয়। এ সময় মাদক ব্যবসায়ী লাবু মিয়াকে ২৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করা হয়।

পরে তাকে হাতকড়া পড়িয়ে গাড়িতে উঠানোর প্রস্তুতি নেয়ার সময় র‍্যাব সদস্য শফিকুল ইসলামকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তাৎক্ষণিক অনেক চেষ্টা করা হলেও তাকে আটক করা সম্ভব হয়নি। পরে তার বিরুদ্ধে ফুলবাড়ী থানায় সোমবার রাতে মামলা করা হয়েছে।

রংপুর র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার শহিদার রহমান জানান, মাদকসহ আটক আসামিকে গাড়িতে উঠানোর সময় এএসআই শফিকুল ইসলামকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে তার বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মামলা করা হয়েছে। হ্যান্ডকাপটি উদ্ধারের তৎপরতা চলছে।

ফুলবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, লাবুর বিরুদ্ধে মাদক ও পলায়ন সংক্রান্ত মামলা দায়ের করেছে র‍্যাব-১৩।

Bootstrap Image Preview