Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বয়স্কদের জন্য অক্সফোর্ডের টিকা নয়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারী ২০২১, ১২:১৫ AM
আপডেট: ০৫ ফেব্রুয়ারী ২০২১, ১২:১৫ AM

bdmorning Image Preview


বয়স্ক ব্যক্তিদের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা-র তৈরি করোনাভাইরাসের টিকা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডেনমার্ক ও নরওয়ে। উভয় দেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, ৬৫ বছরের অধিক বয়সীদের এ টিকা দেওয়া হবে না। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে  আন্তর্জাতিক গণমাধ্যমগুলো  ।

ডেনমার্ক ও নরওয়ের কর্তৃপক্ষ বলছে, বয়স্কদের ওপর ভ্যাকসিনের প্রভাব সংক্রান্ত পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি।

ডেনমার্কের ন্যাশনাল বোর্ড অব হেলথ-এর এক বিবৃতিতে বলা হয়েছে, আমরা নথি পর্যালোচনা করছি। বয়স্কদের মধ্যে এর কার্যকারিতা সম্পর্কে আরও তথ্য না পাওয়ার আগ পর্যন্ত আমাদের সুপারিশ হচ্ছে, অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন ৬৫ বছরের কম বয়সীদের দেওয়া উচিত।

নরওয়েজিয়ান ইন্সটিটিউট অব পাবলিক হেলথ-এর একজন মুখপাত্র বলেছেন, আমরা এটি নিশ্চিত করতে চাই যে, আমাদের জাতীয় পর্যায়ে ভ্যাকসিন নীতিমালার জন্য সর্বোত্তম ডাটা ও পটভূমি রয়েছে।

এর আগে বুধবার বেলজিয়ামের কর্তৃপক্ষ ৫৫ বছরের অধিক বয়সীদের টিকা না নেওয়ার সুপারিশ করে। ইতোপূর্বে ফ্রান্স, জার্মানি, অস্ট্রিয়া ও সুইডেনও শুধু ৬৫ বছরের কম বয়সীদের জন্য এ টিকার ব্যবহার সীমাবদ্ধ করার সিদ্ধান্ত নেয়।

বুধবার সুইজারল্যান্ডও যে কোনও বয়সের মানুষের জন্য এই ভ্যাকসিনের অনুমোদন দিতে অস্বীকৃতি জানায়। দেশটি বলছে, অ্যাস্ট্রাজেনেকা যে ডাটা জমা দিয়েছে তা এটি অনুমোদনের জন্য পর্যাপ্ত নয়।

এদিকে জার্মানির দুইটি সংবাদপত্রে প্রকাশিত রিপোর্টে দাবি করা হয়েছে, অক্সফোর্ডের টিকা বয়স্কদের কাজে আসে না। তাদের দাবি, ৬৫ বছর বা তার বেশি বয়সীদের ক্ষেত্রে এই ভ্যাকসিনের কার্যকারিতা মাত্র ৮-১০ শতাংশ।

হ্যান্ডলসব্যাট-এর রিপোর্ট বলেছে, বয়স্কদের মধ্যে এই ভ্যাকসিন ৮ শতাংশ কার্যকর। আর বিল্ডের রিপোর্ট জানাচ্ছে, তা ১০ শতাংশের কম কার্যকর। তবে নিজেদের টিকার কার্যকারিতা সম্পর্কে আত্মবিশ্বাসের কথা জানিয়েছে অ্যাস্ট্রাজেনেকা। প্রতিষ্ঠানটির এক বিবৃতিতে বলা হয়েছে, মহামারির সময়ে তাদের টিকার বাস্তব প্রভাব রয়েছে। চারটি মহাদেশের প্রায় অর্ধশত দেশে এর অনুমোদন দেওয়া হয়েছে।

Bootstrap Image Preview