Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পর্বতারোহী রেশমাকে যেভাবে গাড়ি চাপা দেয়া হয়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ জানুয়ারী ২০২১, ০৬:১৩ PM
আপডেট: ০৪ জানুয়ারী ২০২১, ০৬:১৩ PM

bdmorning Image Preview
ছবিঃ সংগৃহীত


বিডিমর্নিং ডেস্কঃ ২০২০ সালের ৭ আগস্ট সকালে সংসদ ভবন এলাকায় চন্দ্রিমা উদ্যানের সামনের সড়কে গাড়িচাপায় নিহত হন পর্বতারোহী রেশমা আক্তার রত্না। তাকে গাড়িচাপা দেয়ার ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ব্যাংক কর্মকর্তা এস এম দারুস সালাম।

দারুস সালাম বাংলাদেশ ব্যাংকের আইটি বিভাগের উপমহাব্যবস্থাপক (ডিজিএম)। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন তিনি।

জবানবন্দিতে তিনি জানান, গাড়ি নিয়ে যখন ক্রিসেন্ট লেকের পাশের সড়কে ঢোকেন, তখন সামনে আরেকটি গাড়ি ছিল। হঠাৎ করে ওই গাড়িটি গতি কমিয়ে সড়কের বাঁ পাশে চলে যায়। তখন রেশমা তার গাড়ির সামনে চলে আসেন। তার গাড়ির সঙ্গে সাইকেলের সঙ্গে ধাক্কা লেগে ওই তরুণী ছিটকে পড়েন। পরে লোকজনের ভয়ে তিনি দ্রুতবেগে গাড়ি চালিয়ে চলে যান।

এর আগে রেশমাকে গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গত বছরের ২৭ আগস্ট বাংলাদেশের ব্যাংকের ডিজিএম এস এম দারুস সালাম গ্রেফতার হন। পরে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। গত বছরের ৮ নভেম্বর তিনি জামিনে ছাড়া পেয়েছেন।

ওই মামলায় গত বছরের ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা দারুস সালামের নামে আদালতে অভিযোগপত্র জমা দেয় শেরেবাংলা নগর থানা পুলিশ। মামলা থেকে অপর আসামি নাঈমকে অব্যাহতি দেয়ার আবেদন করে পুলিশ। মামলাটি বর্তমানে ঢাকার সিএমএম আদালতে বিচারাধীন। সোমবার মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য রয়েছে।

নিহত পর্বতারোহী রেশমার দুলাভাই মো. মনিরুজ্জামান জানান, তাদের একটিই চাওয়া, মামলাটি যেন দ্রুত নিষ্পত্তি করে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়।

Bootstrap Image Preview