Bootstrap Image Preview
ঢাকা, ০১ বুধবার, মে ২০২৪ | ১৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আওয়ামী লীগে পদ পেলেন জ্যোতিকা জ্যোতি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ জানুয়ারী ২০২১, ০৪:৪৩ PM
আপডেট: ০৩ জানুয়ারী ২০২১, ০৪:৪৩ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং ডেস্কঃ বাংলাদেশ আওয়ামী লীগ বন ও পরিবেশবিষয়ক উপকমিটির সদস্য নির্বাচিত হয়েছেন অভিনেত্রী ও সাবেক ছাত্রনেত্রী জ্যোতিকা জ্যোতি। বিদায়ী বছরের শেষ দিনে (৩১ ডিসেম্বর ২০২০) ৯৪ সদস্যবিশিষ্ট এ কমিটির অনুমোদন দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

উপকমিটির চেয়ারম্যান পদে আছেন অধ্যাপক ড. খন্দকার বজলুল হক। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন দেলোয়ার হোসেন।

অভিনয়ের পাশাপাশি রাজনীতেও সক্রিয় জ্যোতিকা জ্যোতি। ২০১৮ সালে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসন থেকে উপনির্বাচন এবং সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন জ্যোতি। কিন্তু টিকিট না পেলেও দলীয় প্রার্থীর পক্ষে রাজনীতির মাঠে বেশ সরব ছিলেন তিনি।

এদিকে অভিনয়ের ফাঁকে কৃষিকাজেও মনোযোগী হয়েছেন এ অভিনেত্রী। প্রতিষ্ঠা করেছেন ‘খনা অর্গানিক’। এরই মধ্যে ‘ঘৃতকুমারী’ ও ‘তৃপ্তি’ নামের দুটি খামার প্রস্তুত করেছেন খনা অর্গানিকের। ‘ঘৃতকুমারী’তে চাষ হবে বিভিন্ন দেশীয় ফল ও ঔষধি গাছ। অন্যদিকে ‘তৃপ্তি’তে পালন করা হবে এক হাজার দেশি মুরগি।

Bootstrap Image Preview