Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

১৮ বছর বয়সী যুবক চার মাসের প্রেগন্যান্ট! কিন্তু কি ভাবে?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২০, ০৭:০৩ PM
আপডেট: ৩০ ডিসেম্বর ২০২০, ০৭:০৩ PM

bdmorning Image Preview


১৮ বছর বয়সী মিকে চান্যেল। তিনি যখন প্রথমবার খবরটা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন, অনেকে নিজেদের দু’কান ও দু’চোখকে বিশ্বাস করতে পারেননি। তিনি চার মাসের অন্তঃস্বত্ত্বা। প্রকৃতির নিয়ম বিরুদ্ধ ব্যাপার। একজন যুবক, যিনি নিজের গর্ভে সন্তান ধারণ করবেন।

চিকিৎসকরা বলছেন, মিকের শরীরে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম রয়েছে। যার ফলে তার অন্তঃস্বত্ত্বা হওয়া অস্বাভাবিক কিছু নয়।

মিকের মায়ের কথা অনুযায়ী, তার ছেলে গর্ভে থাকাকালীন চিকিৎসকরা বলেছিলেন, মেয়ে হবে। মিক ছেলে হয়ে জন্মগ্রহণ করলেও তার মধ্যে মেয়েদের সমস্ত লক্ষণ ছিলো। এমনকী কথা বলার ধরণ, হাঁটা-চলা, স্বভাব-চরিত্র ছিলো মেয়েদের মতোই।

মিকের দাবি, স্কুল জীবন থেকেই তাকে টিটকিরি শুনতে হচ্ছে। তিনি প্রশ্ন তুলেছেন, ‘একজন মানুষ কি স্বাধীনভাবে নিজের জীবনের ধরণ বেছে নিতে পারে না’?

তিনি আরো জানান, তিনি সব সময়ই মা হতে চেয়েছেন। তার সেই স্বপ্ন এতোদিনে পূরণ হবে। সন্তানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন মিক।

Bootstrap Image Preview