Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'শেখ মুজিব বেঁচে থাকলে জড়িয়ে ধরে বলতেন, জাফরুল্লাহ, জবর কাজ করেছ'

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২০, ০৮:০৪ PM
আপডেট: ২৯ ডিসেম্বর ২০২০, ০৮:০৪ PM

bdmorning Image Preview


‘সারা বিশ্বে আমরাই প্রথম অ্যান্টিবডি কিট আবিষ্কার করেছিলাম। আজ শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে জড়িয়ে ধরে বলতেন—জাফরুল্লাহ, জবর কাজ করেছ, কিন্তু সরকার আমাদের প্রতিটি পদে কাঁটা বিছিয়েছে। সরকার আমাদের কন্ডিশন দিল যে এই কিট আমেরিকা থেকে পরীক্ষা করিয়ে আনতে হবে। এতে আরো তিন কোটি টাকার প্রয়োজন হবে। এমন নিয়ম থাকলে বাংলাদেশে ওষুধনীতি হতো না’ বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। 

ধানমণ্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে গতকাল সোমবার দুপুরে ‘শীতকালে করোনা প্রতিরোধ ও করণীয় এবং শীতবস্ত্র বিতরণে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান’ শীর্ষক আলোচনাসভায় ডা. জাফরুল্লাহ এসব কথা বলেন। গণস্বাস্থ্যের গণমাধ্যম উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টুর সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মঞ্জুর কাদির আহমেদ ও ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

করোনা ভ্যাকসিন উৎপাদন প্রসঙ্গে ডা. জাফরুল্লাহ বলেন, সরকার ড. মুহাম্মদ ইউনূসকে এই কাজে সম্পৃক্ত করতে পারত। কম্পালসরি লাইসেন্স বলে একটি নিয়ম আছে। সেই সুযোগ নিয়ে আমরা ব্যাপক আকারে ভ্যাকসিন তৈরি করতে পারতাম। অক্সফোর্ডে পেনিসিলিন আবিষ্কারের পর তারা কখনোই এটাকে পেটেন্ট করেনি। তারা মনে করেছিল, জনসাধারণের জন্য পেনিসিলিন উন্মুক্ত থাকবে। পেনিসিলিন যে পাত্রে আবিষ্কার করা হয়েছিল, তার একটি পাত্র তারা গণস্বাস্থ্য কেন্দ্রকে দান করেছিল। প্রতীকী অর্থে তারা বলতে চেয়েছিল, গণস্বাস্থ্যও যেন এসব কাজে সম্পৃক্ত থাকে। তিনি বলেন, ‘দেশীয় প্রতিষ্ঠান গ্লোবের করোনা ভ্যাকসিন এগিয়ে রয়েছে। আমরাও ইচ্ছা করলে ভ্যাকসিন তৈরি করতে পারি। তাহলে পর্যাপ্ত ভ্যাকসিন তৈরি হতো। সে সুবাদে দেশের প্রতিটি মানুষ ভ্যাকসিন পেত।’

জাফরুল্লাহ চৌধুরী আরো বলেন, ‘সাংবাদিক বন্ধুদের বলতে চাই, যতই আপনাদের বিপদ হোক, যেভাবে সাহসিকতার সঙ্গে আপনারা কাজ করছেন, তা অব্যাহত রাখুন। সবাই মিলিতভাবে কাজ করলে দেশে দারিদ্র্য অনেক কমে আসবে। সবাই মিলে সংগ্রাম অব্যাহত রাখতে হবে।’

Bootstrap Image Preview