Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভোটের ফল প্রত্যাখ্যান করেছে বিএনপি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২০, ০৩:৪৯ PM
আপডেট: ২৯ ডিসেম্বর ২০২০, ০৩:৪৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


দেশের ২৪ পৌরসভায় প্রথম ধাপে অনুষ্ঠিত ভোটের ফল প্রত্যাখ্যান করেছে বিএনপি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন কমিশনকে (ইসি) ভুয়া, চোর বলেছেন।মঙ্গলবার ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

"এ সরকারের আমলে এই নির্বাচন কমিশনের পরিচালনায় কখনই কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। আরেকবার সেটি প্রমাণ হলো। পৌর নির্বাচনে আমরা একটিও বর্জন করিনি। এই নির্বাচনের ফল কী তা জনগণ দেখেছে। আমরা দুটো বাদ দিয়ে সবগুলোর ফল প্রত্যাখ্যান করেছি," বলেন মির্জা ফখরুল । 

তিনি বলেন, ‘প্রথম দফায় অনুষ্ঠিত নির্বাচনী ফল পুনর্নির্ধারিত।’ 

সোমবার ২৪ পৌরসভায় প্রথম দফার নির্বাচনে ভোট চলাকালেই বিএনপি ব্যাপক অনিয়মের অভিযোগ তোলে।  বেশিরভাগ পৌরসভাতেই মেয়র পদে  আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়েছেন।
 

মির্জা ফখরুল অভিযোগ করেন, ‘স্বাস্থ্য খাতে দুর্নীতি হচ্ছে সবচেয়ে বেশি। করোনাভাইরাসের টিকা আনার চুক্তি হচ্ছে আওয়ামী লীগের উপদেষ্টাকে দিয়ে, যা ব্যক্তি মালিকানায়। এতে টিকাপ্রতি দেড় ডলারের বেশি নির্ধারণ করা হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘বেশিরভাগ উন্নয়ন হয়েছে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে। বর্তমানে যা হচ্ছে তার অর্ধেকের বেশি চুরি হচ্ছে।’ 
ঠাকুরগাঁও বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন। 

Bootstrap Image Preview