Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

লাইভ টিভিতে করোনার টিকা নিলেন জো বাইডেন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২০, ১২:৫৮ PM
আপডেট: ২২ ডিসেম্বর ২০২০, ১২:৫৮ PM

bdmorning Image Preview
ছবিঃ সংগৃহীত


বিডিমর্নিং ডেস্কঃ করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ক্রিশ্চিয়ানা হাসপাতালে ফাইজার-বায়োএনটেকের কোভিড টিকা নেন তিনি। এসময় পুরো প্রোগ্রামটি সরাসরি সম্প্রচার করা হয়।

টিকার সীমিত পরিমাণের কারণে অনেকেই স্বাস্থ্যকর্মী ও এবং নার্সিংহোমের কর্মকর্তা ও স্টাফদের প্রথমে টিকা প্রয়োগের কথা জানিয়েছেন।

এ ব্যাপারে বাইডেন বলেন, এর কৃতিত্ব প্রশাসনের প্রাপ্য। একইসঙ্গে তিনি সাধারণ মানুষকে মাস্ক পড়ারও আহ্বান জানান। এছাড়া সাধারণ মানুষকে তিনি বলেন, যদি বাইরে কোথাও যাওয়া একান্ত জরুরি না হয়, তবে কোথাও যাবেন না।

নিজের টিকা নেয়ার ভিডিও টুইটারে শেয়ার করে বাইডেন লেখেন, আজ আমি করোনা টিকা নিলাম। যারা এই টিকা আবিষ্কার করেছেন, সেই সব বিজ্ঞানী ও গবেষকের কাছে আমি কৃতজ্ঞ। আমার প্রিয় আমেরিকাবাসী, আর কোনও চিন্তা নেই। টিকা বাজারে এলেই আপনারা নিতে পারেন।

এদিকে বাইডেনের আগে গত শুক্রবার করোনার টিকা নেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও তার স্ত্রী কারেন পেন্স। এই তালিকায় মার্কিন সার্জন জেনারেল জেরোম অ্যাডামসও রয়েছেন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও এই টিকা নেননি। কবে নেবেন বা আদৌ নেবেন কিনা তাও জানাননি।

Bootstrap Image Preview