Bootstrap Image Preview
ঢাকা, ০৯ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাকিস্তানে সরকার বাণিজ্যিক ফ্লাইটের ৫০ ভুয়া পাইলটের লাইসেন্স বাতিল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২০, ১১:৩৩ PM
আপডেট: ২১ ডিসেম্বর ২০২০, ১১:৩৩ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


পাকিস্তান সরকার বাণিজ্যিক ফ্লাইটের ৫০ জন পাইলটের লাইসেন্স বাতিল করেছে। লাইসেন্স পরীক্ষার সময় অসদুপায়ের সত্যতা পাওয়ায় এ লাইসেন্স বাতিল করে দেশটির সরকার।

পাকিস্তানের কেন্দ্রীয় সরকার বিষয়টি ইসলামাবাদ হাইকোর্টকে জানিয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে পাকিস্তানের দ্য ডন পত্রিকা।

এ বিষয়ে পাকিস্তান সরকার জানায়, ‘আন্তর্জাতিক বেসামরিক বিমান সংস্থার শর্ত পূরণে ৮৬০ জন বাণিজ্যিক পাইলটের সবার লাইসেন্স পরীক্ষা করা হয়। তবে সবার লাইসেন্স খুটিয়ে দেখার পর অসদুপায়ের সত্যতা পাওয়ায় ৫০ জনের লাইসেন্স বাতিল করা হয়েছে।’

উল্লেখ্য, গত ২২ মে করাচিতে বিমানবন্দরের খুব কাছে একটি আবাসিক এলাকায় পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিমান ‍বিধ্বস্ত হয়। এরপর থেকেই পাকিস্তানে পাইলটদের জাল লাইসেন্স নিয়ে বিমান চালানোর অভিযোগ ওঠে।

Bootstrap Image Preview