Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিজয় দিবসে বাংলাদেশ সেনাবাহিনীকে ১৮টি মর্টার দিয়েছে ভারত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২০, ১০:৫৩ PM
আপডেট: ১৮ ডিসেম্বর ২০২০, ১০:৫৩ PM

bdmorning Image Preview


ভারত ১২০ মিলিমিটার ব্যাসার্ধের ১৮টি মর্টার দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে। দুই দেশের সেনাবাহিনীর মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতার অংশ হিসেবে এ মর্টার দিয়েছে ভারত।

বুধবার (১৬ ডিসেম্বর) বাংলাদেশের বিজয় দিবস উদ‌যাপন উপলক্ষে মর্টারগুলো বাংলাদেশকে দিয়েছে ভারত।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভার্চুয়াল বৈঠকের পর বাংলাদেশ ও মায়ানমারের ভারপ্রাপ্ত ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব স্মিতা পন্থ সন্ধ্যায় সংবাদমাধ্যমকে এ তথ্য জানান। 

স্মিতা পন্থ বলেন, দুই দেশের যৌথ সহযোগিতায় জাহাজ তৈরির বিষয়টি বিবেচিত হচ্ছে। বাংলাদেশের চিলাহাটি থেকে ভারতের পশ্চিমবঙ্গের হলদিবাড়ী পর্যন্ত রেললাইন দিয়ে মালবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। এই লাইন দিয়ে যাত্রীবাহী ট্রেন কবে চালানো সম্ভব হবে তা নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।

তিনি জানান, দুই প্রধানমন্ত্রীর বৈঠকে ভারত বলেছে, বিদেশে পণ্য রপ্তানির জন্য ভারতের সমুদ্রবন্দর বাংলাদেশ ব্যবহার করতে পারবে।

Bootstrap Image Preview