Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জনসম্মুখে আগামী সপ্তাহে করোনার টিকা নেবেন বাইডেন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২০, ০৯:৪৬ PM
আপডেট: ১৭ ডিসেম্বর ২০২০, ০৯:৪৬ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


মানুষের মধ্যে ভ্যাকসিন নিয়ে সংশয় দূর করতে জনসম্মুখে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন আগামী সপ্তাহে করোনাভাইরাসের টিকা নেবেন বলে জানিয়েছে বাইডেনের ট্রানজিশন টিমের কর্মকর্তারা। আর দেশটির ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স শুক্রবার টিকা নেবেন বলে হোয়াইট হাউস জানিয়েছে। খবর রয়টার্স’র।

হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, ‘মার্কিন জনগণের মধ্যে আত্মবিশ্বাস জোরদার করতে ও টিকার সুরক্ষা এবং কার্যকারীতার প্রচারে পেন্স ও তার স্ত্রী প্রকাশ্যেই হোয়াইট হাউসের এক ইভেন্টে এই টিকা গ্রহণ করবেন।’ পেন্স বলেন, ‘আগে আগে টিকা নেয়া আমার উদ্দেশ্য নয়। আমি শুধু এই বার্তা দিতে চাই যে টিকা গ্রহণ নিরাপদ।’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টিকা গ্রহণ করবেন কি না এই প্রসঙ্গ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কেলি ম্যাকেনলি বলেন, ‘প্রেসিডেন্টের মেডিক্যাল টিম যখন এটি তার জন্য ভালো মনে করবে, তখন খুব শীঘ্রই তিনি টিকা গ্রহণ করবেন’। 

সপ্তাহে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পর গণহারে টিকাকরণ কর্মসূচী শুরু করে যুক্তরাষ্ট্র। প্রথমধাপে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী এবং কেয়ার হোমগুলোর বাসিন্দাসহ যুক্তরাষ্ট্রের কিছু সরকারী কর্মকর্তাদের টিকা দেয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১ কোটি ৭৩ লাখ ৯৪ হাজার ৩১৪ জন।

Bootstrap Image Preview