Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ট্রাম্প ক্ষমতার অপব্যবহার করেছেন: বাইডেন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২০, ০৯:১৯ AM
আপডেট: ১৭ ডিসেম্বর ২০২০, ০৯:১৯ AM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


নির্বাচনের প্রায় দেড় মাস পর ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি আক্রমণ করেছেন আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।

ডোনাল্ড ট্রাম্প ক্ষমতার অপব্যবহার করেছেন, তিনি জনগণের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা দেখাননি বলে মন্তব্য করলেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।

নির্বাচনের প্রায় দেড় মাস পর ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি আক্রমণ করে এমন বক্তব্য দিলেন জো বাইডেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ইলেকটোরাল কলেজের ভোটকে আনুষ্ঠানিকতা হিসেবেই দেখা হয়।  

সোমবার ইলেকটোরাল কলেজের ভোটে নিজের বিজয় নিশ্চিত হওয়ার পর এই বক্তব্য দেন বাইডেন।

ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের ফল প্রত্যাখ্যান করায় এবারের ইলেকটোরাল কলেজের ভোট গুরুত্বপূর্ণ হয়ে ওঠে; যদিও প্রত্যাশিতভাবে সেই ভোটেও বাইডেনই জয়ী হন।

ইলেকটোরালদের ভোটে জয় নিশ্চিত হওয়ার পর উইলমিংটন থেকে ভাষণে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের গণতন্ত্র নিজের প্রত্যাবর্তন নিশ্চিত করেছে।’

ট্রাম্পের উদ্দেশে বাইডেন বলেন, ‘প্রেসিডেন্ট ও তাঁর মিত্ররা জনগণের ইচ্ছাকে প্রত্যাখ্যান করেছেন, তাঁরা আইনের শাসনকে মেনে নিতে পারেননি এবং তাঁরা আমাদের শাসনতন্ত্রকে প্রত্যাখ্যান করেছেন।’

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো আনুষ্ঠানিকভাবে পরাজয় স্বীকার করেননি। শুরু থেকেই কারচুপির অভিযোগ তুলে আসছেন তিনি।

Bootstrap Image Preview