Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পটুয়াখালীতে প্রথম জাতীয় পতাকা উত্তোলনকারী বীর মুক্তিযোদ্ধা আলতাফ মারা গেছেন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২০, ০৪:৩৪ PM
আপডেট: ১৬ ডিসেম্বর ২০২০, ০৪:৩৪ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং ডেস্কঃ ১৯৭১ সালে হানাদার মুক্ত হওয়ার পর পটুয়াখালীতে প্রথম জাতীয় পতাকা উত্তোলনকারী বীর মুক্তিযোদ্ধা আলতাফ হায়দার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার দেউলি গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তিনি ছয় মেয়ে, দুই ছেলে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার (১৬ ডিসেম্বর) বাদ জোহর নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

উল্লেখ্য, ১৯৭১ সালের ৮ ডিসেম্বর পটুয়াখালী শহরকে পাক হানাদার মুক্ত করে শহরের শহীদ আলাউদ্দিন শিশু পার্কে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন আলতাফ হায়দার।

Bootstrap Image Preview