Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাইডেনকে অভিনন্দন জানিয়েছে পুতিন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২০, ০৯:২৮ PM
আপডেট: ১৫ ডিসেম্বর ২০২০, ০৯:২৮ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডেমোক্র্যাট জো বাইডেনকে  অবশেষে অভিনন্দন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বিশ্বশক্তিধর রাষ্ট্রগুলোর মধ্যে সর্বশেষ রাষ্ট্রপ্রধান ভ্লাদিমির পুতিন যিনি বাইডেনকে অভিনন্দন জানালেন।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) এক বিবৃতিতে মস্কো এ তথ্য জানায়।

মঙ্গলবার ক্রেমলিনের এক বিবৃতিতে পুতিন তার বার্তায় জো বাইডেনের সফলতা কামনা করেছেন এবং আত্মবিশ্বাস ব্যক্ত করেছেন যে, 'বিশ্বব্যাপী সুরক্ষা ও স্থিতিশীলতার জন্য বিশেষ দায়িত্ব বহনকারী রাশিয়া এবং মার্কিন পার্থক্য থাকা সত্ত্বেও বিশ্ব বর্তমানে যে অনেক সমস্যা ও চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে সেগুলি সমাধানে অবদান রাখবে।

রাশিয়ান প্রেসিডেন্ট উল্লেখ করেছেন, 'সাম্যতা এবং পারস্পরিক সম্মানের নীতিগুলির ভিত্তিতে রাশিয়া-আমেরিকার সহযোগীতা উভয় দেশ এবং সমগ্র আন্তর্জাতিক সম্প্রদায়ের মানুষের স্বার্থ মেটাবে।'

বিবৃতিতে পুতিন জানান, আমি আপনার (বাইডেন) সঙ্গে সম্পর্ক এবং যোগাযোগ স্থাপনে প্রস্তুত।

Bootstrap Image Preview