Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সকলের সামনে ক্ষমা চাইলেন মুশফিকুর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২০, ০২:১৮ PM
আপডেট: ১৫ ডিসেম্বর ২০২০, ০২:১৮ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং ডেস্কঃ গত সোমবার (১৪ ডিসেম্বর) বিকালে ফরচুন বরিশালের বিপক্ষে খেলার সময় সতীর্থ নাসুম আহমেদের সঙ্গে আক্রমণাত্মক আচরণ করেন মুশফিক। এ ছবি মুহূর্তে নীল দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। নানা রকম তর্ক-বিতর্ক আর সমালোচনা চলতে থাকে। এমন পরিপ্রেক্ষিতে সবার কাছে ক্ষমা চাইলেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক।

বিডিমর্নিং পাঠকদের জন্য মুশফিকুর রহিমের ফেসবুক পোস্টটি অনুবাদ করে দেওয়া হলো:

সকলকে আসসালামুয়ালাইকুম, আনুষ্ঠানিকভাবে সবার আগে আমি ম্যাচ চলাকালীন ঘটে যাওয়া ঘটনাটি সম্পর্কে আমার সমস্ত ভক্ত এবং দর্শকদের কাছে ক্ষমা চাইতে চাই। আমি আমার সতীর্থ নাসুমের কাছে খেলার পরে ইতিমধ্যে ক্ষমা চেয়েছি।

দ্বিতীয়ত আমি সর্বশক্তিমানের কাছে ক্ষমা প্রার্থনা করি। আমি সর্বদা মনে রাখি যে আমি একজন সর্বোপরি একজন মানুষ এবং আমি যে অঙ্গভঙ্গি দেখিয়েছি তা মোটেই গ্রহণযোগ্য ছিল না। ইনশাআল্লাহ, নিকট ভবিষ্যতে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে এটি মাটিতে বা গ্রাউন্ডের বাইরে পুনরাবৃত্তি হবে না …. জাজাকআল্লাহ খায়ের।

Bootstrap Image Preview