Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যুক্তরাষ্ট্রে ট্রাম্প সমর্থক ও বিরোধীদের সংঘর্ষ চলছে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২০, ১০:০৮ PM
আপডেট: ১৪ ডিসেম্বর ২০২০, ১০:০৮ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে নির্বাচনে হেরে যাওয়া এবং ভোটচুরির অভিযোগে ট্রাম্প সমর্থিত ‘প্রাউড বয়েজ’ ও বিরোধীপক্ষ ‘অ্যান্টিফা’ গ্রুপের মধ্যে সংঘর্ষে ৮ জন আহত হয়েছে।

সোমবার (১৪ ডিসেম্বর ) ওয়াশিংটন ডিসি মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্ট এ তথ্য নিশ্চিত করেছেন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতদের মধ্যে চারজন ছুরিকাঘাতে আহত হয়েছেন এবং তাদের অবস্থা আশঙ্কাজনক। আহত বাকি চার জনের মধ্যে দু’জন পুলিশ সদস্য রয়েছেন। ঘটনাস্থল থেকে ২৩ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে ‘স্টপ দ্য স্টিল’ শিরোনামে শনিবার দেশ জুড়ে প্রতিবাদ র্যালি ও প্রার্থনা কর্মসূচির ডাক দেয় ট্রাম্প সমর্থকরা। ওয়াশিংটনে সুপ্রিম কোর্ট ও ফ্রিডম প্লাজার সামনে তারা সমাবেশের আয়োজন করে। এদের সমাবেশের পাশেই আরেকটি সমাবেশ করে ট্রাম্প-বিরোধীরা। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে।

Bootstrap Image Preview