Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আজ থেকে যুক্তরাষ্ট্রে করোনার টিকাদান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২০, ০৯:১৮ AM
আপডেট: ১৪ ডিসেম্বর ২০২০, ০৯:১৮ AM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


যুক্তরাষ্ট্রে করোনা ভ্যাকসিন গণহারে প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

শনিবার (১২ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে জেনারেল গুস্তাভ পেরনা বলেন, আগামী ২৪ ঘণ্টায় ভ্যাকসিনগুলো পরিবহনের জন্য শিপিং কন্টেইনারে তোলা হবে।

সোমবার (১৪ ডিসেম্বর)থেকে ভ্যাকসিনের জরুরি ব্যবহারের অনুমোদন পাওয়ার পর মার্কিন জনগণ ফাইজার ও বায়োএনটেকের ভ্যাকসিন নেওয়ার সুযোগ পাবে।

ভ্যাকসিন বণ্টনের কাজ তত্ত্বাবধানে নিয়োজিত জেনারেল গুস্তাভ পেরনা বলেছেন, এই সপ্তাহেই ভ্যাকসিনের প্রথম ৩০ লাখ ডোজ যুক্তরাষ্ট্রের সব অঙ্গরাজ্যে পৌঁছে দেওয়া হবে।

ফাইজার ও বায়োএনটেকের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়ার পর মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) বলেছে, এই মহামারিতে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলস্টোন। এই ভ্যাকসিনটিতে অনুমোদন দিতে এফডিএ'র উপর ট্রাম্প প্রশাসন চাপ দিয়ে আসছিলো।

জেনারেল গুস্তাভ পেরনা বলেন, সোমবার বিভিন্ন রাজ্যের ১৩৪টি স্থানে ভ্যাকসিন দেওয়া শুরু হবে। পরে মঙ্গলবার আরও ৪২৫টি এবং বুধবার আরো ৬৬টি স্থানে ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম চলবে। পরের সপ্তাহে ফাইজার ও বায়োএনটেকের প্রথম চালানের সব টিকা সরবরাহ শেষ হবে এবং আশা করা হচ্ছে যে প্রায় ৩০ লাখ মানুষ ভ্যাকসিনের আওতায় আসবে।

অন্যান্য দেশের মতো যুক্তরাষ্ট্রও স্বাস্থ্যকর্মী এবং কেয়ার হোমে থাকা বাসিন্দাদের সবার আগে ভ্যাকসিন দেবে বলে ধারণা করা হচ্ছে। অগ্রাধিকারের তালিকার বাইরে থাকা মার্কিনীরা জানুয়ারির দিকে ভ্যাকসিন পাবে বলে ধারণা করা হচ্ছে। আর এপ্রিল থেকে স্বাভাবিকভাবেই ভ্যাকসিন সবার আওতায় আসবে।

আগামী জুন নাগাদ মডার্না এবং জাতীয় স্বাস্থ্য ইন্সটিটিউটের তৈরি আরেকটি ভ্যাকসিনের ২০কোটি ডোজ পাওয়ার কথা রয়েছে। তবে ভ্যাকসিনটি যুক্তরাষ্ট্রে এখনো অনুমোদন পায়নি। সুত্র: বিবিসি

Bootstrap Image Preview