Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইলেকটোরাল কলেজ ভোটে জয়ী বাইডেন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২০, ০৯:০৬ PM
আপডেট: ০৬ ডিসেম্বর ২০২০, ০৯:০৬ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে অবশেষে সরকারিভাবে প্রয়োজনীয় সংখ্যক ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে জয়ী হলেন ডেমোক্রেট প্রার্থী জোসেফ আর. বাইডেন।

মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের খবরে বলা হয়, রাজ্যগুলোর ভোটের সার্টিফিকেশন সম্পন্ন হওয়ার ফলে এখন তিনি ২৮৮ ইলেক্টোরাল ভোট লাভ করছেন। ক্যালিফোর্নিয়ার ভোট সার্টিফিকেশনের মধ্য দিয়ে এই নির্ধারিত ২৭০-এর সংখ্যা ছাড়িয়ে গেলো।

যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ইলেকটোরাল কলেজ সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রেসিডেন্ট হতে হলে প্রয়োজন ২৭০ ইলেক্টোরাল ভোট। এই মার্জিন অতিক্রম করার মধ্য দিয়ে বাইডেন সরকারিভাবেও তার বিজয় নিশ্চিত করলেন।

দ্য ইকোনমিস্টের খবর অনুযায়ী, এদিকে নিউ জার্সি ও হাওয়াই রাজ্যের ভোটের সার্টিফিকেশন বাকি রয়েছে বাইডেনের। নিউ জার্সির ১৪ এবং হাওয়াইর ৪টি ভোট যোগ হলে বাইডেনের ইলেক্টোরাল ভোটের মোট সংখ্যা দাঁড়াবে ৩০৬।

ওহাইও স্টেট ইউনিভার্সিটির আইনের অধ্যাপক এডওয়ার্ড বি ফোলি বলেন, যদিও গত কয়েক সপ্তাহ ধরে নির্বাচনে বাইডেনের বিজয়ের বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে, তবু ২৭০টির বেশি ইলেকটোরাল কলেজ জয়ের সরকারি ঘোষণা তার হোয়াইট হাউসে যাওয়ার পথে প্রথম ধাপ।

গত ৩ নভেম্বর অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন জো বাইডেন। এ সকল অনুমোদন কেবল আনু্ষ্ঠানিকতা মাত্র। আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন জো বাইডেন।

Bootstrap Image Preview