Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যুক্তরাষ্ট্রে ফুড ব্যাংকে ভিড় করছে ক্ষুধার্ত আর কর্মহীরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২০, ০৮:৪৫ PM
আপডেট: ২০ এপ্রিল ২০২০, ০৮:৪৫ PM

bdmorning Image Preview


যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে লকডাউনের কারণে দেশটির প্রায় ২ কোটি ২০ লাখ মানুষ কর্মহীন হয়ে পড়েছে। আর কর্মহীন হয়ে পড়া ক্ষুধার্ত এই মানুষগুলো এখন খাবারের জন্য রীতিমতো হুমড়ি খেয়ে পড়ছে দেশটির ফুড ব্যাংকগুলোয়। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছে ত্রাণ সামগ্রী পাওয়ার আশায়।

দাতব্য সংস্থাগুলো এবং সচেতনদের আশঙ্কা, এভাবে চলতে থাকলে একদিন কর্মহীন ক্ষুধার্ত মানুষের ঢেউ  আছড়ে পড়বে সুনামির মত। খবর এনডিটিভির।

উদাহরণ হিসেবে পেনসিলভানিয়ার কথা বলা যায়। গত মঙ্গলবার পেনসিলভানিয়ায় গ্রেটার পিটসবার্গ কমিউনিটি ফুড ব্যাংকের উদ্যোগে স্থাপিত একটি কেন্দ্রের সামনে এক হাজারের বেশি প্রাইভেট গাড়ি দাঁড়ানো ছিল। গত মার্চ মাসের তুলনায় এই ফুড ব্যাংকের খাবারের চাহিদা প্রায় ৪০ শতাংশ পর্যন্ত বেড়ে গেছে।

এর ধরনের ৮টি কেন্দ্রের মাধ্যমে এখন পর্যন্ত লোকজনের মাঝে ২২৭ জন খাবার বিতরণ করা হয়েছে বলে জানান গ্রেটার পিটসবার্গ কমিউনিটি ফুড ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ব্রায়ান গুলিশ।

তিনি বলেন, প্রচুর লোক জীবনে প্রথমবারের মতো আমাদের সেবা ব্যবহার করছেন। আগে এ ধরনের লোকজন কখনোই ফুড ব্যাংক থেকে খাবার নিতেন না।

Bootstrap Image Preview