Bootstrap Image Preview
ঢাকা, ২২ বুধবার, মে ২০২৪ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এবার করোনাভাইরাস ‘ধ্বংস করতে’ চীনে যাচ্ছেন রাখি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী ২০২০, ১১:০৭ PM
আপডেট: ০৪ ফেব্রুয়ারী ২০২০, ১১:০৭ PM

bdmorning Image Preview


মরণঘাতী করোনাভাইরাসের প্রকোপে যখন অনেকে চীন ছাড়ছেন, ঠিক তখনই দেশটিতে যাওয়ার ঘোষণা দিলেন বলিউডের আলোচিত-সমালোচিত আইটেম গার্ল রাখি সাওয়ান্ত। শুধু তাই নয়, করোনাভাইরাস ধ্বংস করেই চীন থেকে ফিরতে চান তিনি।  

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ’র প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে দেওয়া এক ভিডিওতে রাখি চীনে যাওয়ার কথা জানান। দেশটিতে মহামারি আকার ধারণ করা করোনাভাইরাস ধ্বংস শেষেই তিনি ফিরবেন তিনি।  

ওই ভিডিওতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে রাখি জানান, প্রধানমন্ত্রীসহ গোটা দেশের মানুষ যেন তার জন্য প্রার্থনা করেন। প্রত্যেকের প্রার্থনা পেলে তবেই চীন থেকে করোনাভাইরাসকে ধ্বংস করে তিনি দেশে ফিরতে পারবেন। এই ভাইরাস ধ্বংস করতে তিনি নাসা থেকে মরণাস্ত্র নিয়ে আসারও ঘোষণা দেন।

২০১৯ সালে এনআরআই রিতেশ নামের এক ব্যক্তির সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন বলে দাবি করেন রাখি সাওয়ান্ত। তবে তিনি বিবাহিত বলে বারবার দাবি করলেও স্বামী রিতেশের মুখ কখনো প্রকাশ্যে আনেননি। বিষয়টি নিয়ে একাধিকবার বিভিন্ন প্রশ্নের মুখে পড়তে হয় রাখিকে।

প্রসঙ্গত, চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে শুরু হওয়া করোনাভাইরাস সারা বিশ্বের অন্তত ২৪টি দেশে ছড়িয়ে পড়েছে। মহামারি আকারে ছড়িয়ে পড়া এই ভাইরাসে চীনে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪২৬ জনের। এ ছাড়া চীনের বাইরে দুজনের মৃত্যর খবর পাওয়া গেছে। এই মরণঘাতী ভাইরাসে এখন পর্যন্ত ২০ হাজার ৪৩৮ জন আক্রান্ত হয়েছে।

Bootstrap Image Preview