Bootstrap Image Preview
ঢাকা, ১১ শনিবার, মে ২০২৪ | ২৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এক ওভার কম বোলিং করায় শাস্তি পেল কোহলিরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী ২০২০, ১২:০৬ PM
আপডেট: ০৪ ফেব্রুয়ারী ২০২০, ১২:০৬ PM

bdmorning Image Preview


নিউজিল্যান্ডকে ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ৫-০ ব্যবধানে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে ভারত। ক্রিকেট ইতিহাসে প্রথম দল হিসেবে সীমিত ওভারের এই ফরম্যাটে ৫-০ ব্যবধানে জিতল ভারতীয় দল। এমন জয়ের পরও জরিমানা গুনতে হচ্ছে বিরাট কোহলির দলকে।

টানা দ্বিতীয়বার স্লো-ওভার রেটের কারণে ম্যাচ ফি’র ২০ শতাংশ কাটা যাচ্ছে ভারতীয় ক্রিকেটারদের। কিউইদের বিপক্ষে পঞ্চম এবং শেষ টি-টোয়েন্টিতে ভারতকে নেতৃত্ব দিয়েছেন অভিজ্ঞ ওপেনার রোহিত শর্মা।

এই ম্যাচে ৭ রানে জয় পায় ভারত। আগে ব্যাট করে ৩ উইকেটে ১৬৩ রান সংগ্রহ করে ভারত। জবাবে নিউজিল্যান্ডের ইনিংস থামে ৯ উইকেটে ১৫৬ রানে। সেই ম্যাচে নির্ধারিত সময়ে ১ ওভার কম বোলিং করেছে ভারত।

তাই তাদের জরিমানা গুনতে হচ্ছে। আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভারত তাদের আর্টকেল ২.২২ ভঙ্গ করেছে। তাই তাদের এই শাস্তি দেয়া হয়েছে। এর আগে ওয়েলিংটনে সিরিজের চতুর্থ ম্যাচেও জরিমানার কবলে পড়েছিল ভারত।

সেই ম্যাচে তারা নির্ধারিত সময়ের চেয়ে দুই ওভার কম করেছিল। এর ফলে, কোহলিদের ম্যাচ ফি'র ৪০ শতাংশ জরিমানা করা হয়। সিরিজের শেষ ম্যাচে অধিনায়ক বদল হলেও একই পরিণতি বরণ করতে হয়েছে ভারতকে।

Bootstrap Image Preview