Bootstrap Image Preview
ঢাকা, ১২ রবিবার, মে ২০২৪ | ২৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নিজেকে বড় ক্রিকেটের মনে করেন না মুশফিক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী ২০২০, ১১:৩০ AM
আপডেট: ০৪ ফেব্রুয়ারী ২০২০, ১১:৩০ AM

bdmorning Image Preview


জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে মুশফিকুর রহিম থাকছেন কিনা সেটা নিয়ে রয়েছে সংশয়। পাকিস্তান সফরে যেতে অসম্মতি জানানোয়, গুঞ্জন রয়েছে ডানহাতি এই ব্যাটসম্যানের সিদ্ধান্তে খুশি নন কয়েকজন বোর্ড কর্তা। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনও মুশফিকের এই সিদ্ধান্তকে ভালোভাবে নেননি। এত অল্প সময়ের মধ্যে মুশফিকের বদলী ক্রিকেটার পাওয়া কঠিন ছিল বলেই নাখোশ হয়েছেন বিসিবি বস।

মুশফিক অবশ্য এসব নিয়ে চিন্তা করছেন না। হ্যামস্ট্রিংয়ের চোটে থাকা ডানহাতি এই ব্যাটসম্যান জানিয়েছেন, যে যাই ভাবছে, তিনি সেটা স্বাভাবিকভাবেই নিচ্ছেন। তবে বিসিএলের দ্বিতীয় রাউন্ড দিয়ে মাঠে ফিরতে চান এই অভিজ্ঞ ক্রিকেটার। 

বিসিএলে পারফর্ম করেই নির্বাচক এবং সবার মন জয় করার লক্ষ্য তাঁর। সব সময় পরবর্তী সিরিজ নিয়ে পরিকল্পনা থাকে মুশফিকের। এমনকি নিজেকে ছোট ক্রিকেটার হিসেবে দাবি করে বলেছেন, তামিম-সাকিবের মতো বড় ক্রিকেটার নই আমি।

মুশফিক বলেন,`আমি তামিম ও সাকিবের মত বড় ক্রিকেটার না। আর আমি সবসময় নিজেকে ছোট ক্রিকেটার হিসেবেই ভাবি। দেখেন আমি সবসময় বলি পরবর্তী সিরিজে কীভাবে দলে সুযোগ পাবো এই নিয়েই পরিকল্পনা করি। তাই এটি আমার জন্য খুব বিব্রতকর কিছু না। এটা স্বাভাবিকভাবেই নিচ্ছি তারা যা ভাবছে তাই বলছে।' 

`আমার ফিট হোওয়াটা এখানে জরুরী, বিসিএলে একটি ম্যাচ আছে (জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট স্কোয়াড চূড়ান্ত হওয়ার আগে)। আর আমি চেষ্টা করবো যেন নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের সদস্যদের খুশি করতে পারি। যদি তারা মনে করে আমি দলের জন্য গুরুত্বপূর্ণ তাহলে তারা আমাকে পরের সিরিজে দলে নিবে।'

জিম্বাবুয়ে সিরিজে মাঠে ফেরার জন্য নিজেকে তৈরি করছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। বিবার থেকে চোট নিয়েই অনুশীলন শুরু করেন অভিজ্ঞ এই ক্রিকেটার। জানা গেছে, মঙ্গল্বার অথবার বুধবার ফিটনেস পরীক্ষা দেবেন তিনি।

মুশফিক বলেন, ,`মঙ্গলবার অথবা বুধবার ফিটনেস পরীক্ষা দেব যদি সব ঠিক থাকে। বিসিএলের দ্বিতীয় রাউন্ডে খেলবো। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলার কোনো কারণ আমি দেখছি না।' 

`নিজেকে সেভাবেই প্রস্তুত করছি। দলে সুযোগ পাওয়া না পাওয়া আমার হাতে নেই। তবে আমার চেষ্টা থাকবে ওদের বিপক্ষে খেলার। শুধু টেস্ট না তিন ফরম্যাটই খেলতে চাই। সুযোগ পেলে সেরাটা দিয়েই খেলবো।' মুশফিক আরও যোগ করেন।

চলতি মাসে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। যেখানে একটি টেস্ট ৩টি ওয়ানডে এবং ২টি টি-টোয়েন্টি খেলবে সফরকারীরা। ২২ ফেব্রুয়ারি মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে হবে সিরিজের একমাত্র টেস্ট। যা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতার বাইরে।

এরপর ১-৬ মার্চ চট্টগ্রামে তিনটি ওয়ানডে খেলবে দুই দল। ৯ এবং ১১ মার্চ হবে সিরিজের দুটি টি-টোয়েন্টি। দুটি ম্যাচই হবে মিরপুর স্টেডিয়ামে। সফরে অংশ নিতে ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। ২৭ দিনের সফর শেষে ১২ মার্চ দেশে ফেরার কথা রয়েছে তাদের।

Bootstrap Image Preview