Bootstrap Image Preview
ঢাকা, ১১ শনিবার, মে ২০২৪ | ২৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নিয়ন্ত্রিত বোলিংয়ে ২৫ ধাপ এগিয়ে আল আমিন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারী ২০২০, ০৬:০৯ PM
আপডেট: ০৩ ফেব্রুয়ারী ২০২০, ০৬:০৯ PM

bdmorning Image Preview


পাকিস্তানের মাটিতে খেলা টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবালের ব্যাটিং এপ্রোচ নিয়ে সমালোচনা হয়েছে বিস্তর। টি-টোয়েন্টির সঙ্গে বেমানান ঢঙে ব্যাটিং করায় প্রশ্নবাণে বিদ্ধ হয়েছিলেন দেশসেরা এ ওপেনার।

কিন্তু পরিসংখ্যান সাক্ষী দিচ্ছে, সেই সিরিজে হওয়া দুই ম্যাচের সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন তামিমই। প্রথম ম্যাচে ৩৪ বলে ৩৯ রান করার পর দ্বিতীয় ম্যাচে খেলেছিলেন ৫৩ বলে ৬৫ রানের ইনিংস। মজার বিষয় হলো, দুই ম্যাচের একটিতেও প্রতিপক্ষ বোলাররা তাকে আউট করতে পারেননি, থেমেছিলেন রানআউট হয়ে।

ভক্ত-সমর্থক, বিশ্লেষকরা তার ব্যাটিং নিয়ে প্রশ্ন তুললেও, দুই ম্যাচে ৫২ গড়ে ১০৪ রান করার সুবাদে আইসিসি টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাংকিংয়ে ঠিকই বড়সড় লাফ দিয়েছেন তামিম। সর্বশেষ প্রকাশিত র‍্যাংকিংয়ে ১১ ধাপ এগিয়ে তিনি উঠে এসেছেন ৫০ নম্বরে, বর্তমান রেটিং ৪৭৯।

তবে টি-টোয়েন্টি বোলিং র‍্যাংকিংয়ে বাজিমাত করেছেন বাংলাদেশ দলের ডানহাতি পেসার আল আমিন হোসেন। পরিসংখ্যান বলছে, পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচে তার শিকার মাত্র ১টি উইকেট। কিন্তু এ দুই ম্যাচে ৭ ওভারে মাত্র ৫.০০ ইকোনমিতে ৩৫ রান খরচ করেছিলেন তিনি, করেছেন নিয়ন্ত্রিত বোলিং।

যার সুবাদে র‍্যাংকিংয়ে ২৫ ধাপ এগিয়েছেন আলআমিন। সিরিজ শুরুর আগে তিনি ছিলেন ৭৬ নম্বরে, বর্তমানে ৪৭০ রােটিং নিয়ে উঠে এসেছেন ৫১ নম্বরে। পাকিস্তানের বিপক্ষে সিরিজের পর বাংলাদেশিদের মধ্যে র‍্যাংকিংয়ে উল্লেখযোগ্য উন্নতি করেছেন কেবল এ দুজনই।

অন্যদিকে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার সিরিজে র‍্যাংকিংয়ে এগিয়েছেন পাকিস্তানি ক্রিকেটাররাও। দুই অভিজ্ঞ ক্রিকেটার মোহাম্মদ হাফিজ ও শোয়েব মালিক ১টি করে ফিফটি হাঁকিয়েছেন সিরিজে। বর্তমানে মালিকের অবস্থান ৪৫ ও হাফিজ অবস্থান করছেন ৭১ নম্বরে। বোলিং র‍্যাংকিংয়ে ৩৩ ধাপ এগিয়ে ৩৯ নম্বরে উঠে এসেছেন শাহীন শাহ আফ্রিদি।

এছাড়া সদ্য সমাপ্ত ভারত-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের পর ব্যাটিং র‍্যাংকিংয়ে উন্নতি হয়েছে ভারতীয়দের। সিরিজে ২২৪ রান করে ৪ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা দ্বিতীয় অবস্থানে উঠে এসেছেন ভারতীয় ওপেনার লোকেশ রাহুল।

আরেক ওপেনার রোহিত শর্মা তিন ধাপ এগিয়ে অবস্থান করছেন দশ নম্বরে, অধিনায়ক বিরাট কোহলি ধরে রেখেছেন নিজের নবম স্থান। যার ফলে সেরা দশে ভারতের ব্যাটসম্যানই তিনজন। এছাড়া শ্রেয়াস আইয়ার ৬৩ ধাপ এগিয়ে ৫৫ এবং মনিশ পান্ডে ১২ ধাপ এগিয়ে উঠে এসেছে ৫৮ নম্বরে।

Bootstrap Image Preview