Bootstrap Image Preview
ঢাকা, ১২ রবিবার, মে ২০২৪ | ২৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আইসিসির টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ১১ ধাপ এগোলেন তামিম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারী ২০২০, ০৬:০২ PM
আপডেট: ০৩ ফেব্রুয়ারী ২০২০, ০৬:০২ PM

bdmorning Image Preview


পাকিস্তানের তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। হতাশাজনক দলীয় পারফরম্যান্সের মাঝেও আলো ছড়িয়েছেন তামিম ইকবাল।

২ ম্যাচে তিনি করেছেন ১০৪ রান। এই সিরিজে তামিমের চেয়ে বেশি রান করতে পারেননি দুই দলের কোনো ব্যাটসম্যান। এমন পারফরম্যান্সে আইসিসি্র টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে ১১ ধাপ এগিয়েছেন তামিম। এই বাঁহাতি ওপেনার এখন উঠে এসেছেন ৫০তম স্থানে।

এই ফরম্যাটে বোলারদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে পেসার আল আমিন হোসেনের। দুই ম্যাচে মাত্র একটি উইকেট পেলেও মিতব্যয়ী বোলিংয়ে সবার নজর কেড়েছেন তিনি। ২৫ ধাপ এগিয়ে ৫১তম স্থানে উঠে এসেছেন তিনি।

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় চমক দেখিয়েছেন ভারতের ওপেনার লোকেশ রাহুল। নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে তিনি ৪ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা দুইয়ে অবস্থান করছেন রাহুল।

ভারতের ৫-০ ব্যবধানে সিরিজ জয়ে ২২৪ রান করে দারুণ অবদান রেখেছেন তিনি। র‍্যাঙ্কিংয়ে এক ধাপ করে অবনতি হয়েছে অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ (৩) ও নিউ জিল্যান্ডের কলিন মুনরোর (৪)।

দুই ধাপ পিছিয়ে পাঁচ নম্বরে আছেন ইংল্যান্ডের মারকুটে ব্যাটসম্যান ডেভিড মালান। ব্যাটসম্যানদের শীর্ষ স্থান ধরে রেখেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন আফগানিস্তানের স্পিনার রশিদ খান। 

Bootstrap Image Preview