Bootstrap Image Preview
ঢাকা, ১৩ সোমবার, মে ২০২৪ | ৩০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ধোনিকে নিয়ে সন্দেহ কাপিলের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারী ২০২০, ১১:৪৭ AM
আপডেট: ০৩ ফেব্রুয়ারী ২০২০, ১১:৪৭ AM

bdmorning Image Preview


ইংল্যান্ড বিশ্বকাপের আগে থেকেই গুঞ্জন ছিল, এবারের বিশ্বকাপ শেষে অবসরে যেতে পারেন ৩৮ বছর বয়সী ধোনি। কিন্তু অবসরে যাননি ২০১১ সালে ভারতকে বিশ্বকাপ জেতানো এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। ধোনির এমন নীরবতায় একরকম সন্দেহ জেগেছে দেশটির আরেক বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবের।

১৯৮৩ তে ভারতকে বিশ্বকাপ জেতানো কপিল বলেন, 'আপনি যখন লম্বা সময় ধরে ক্রিকেট থেকে দূরে থাকবেন, তখন ক্রিকেটে ফেরা আপনার জন্য কঠিন। ফিরতে পারবেন, এমনটা আমার মনে হয় না।

কিন্তু যখন আপনি ৬-৭ মাস ক্রিকেট থেকে দূরে থাকবেন, তখন আপনি সবার মনের মধ্যেই সন্দেহ তৈরি করবেন। এটা অনেক আলোচনার জন্ম নেবে, যদিও তা কোনোভাবেই উচিত নয়।'
 
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এই ফ্র্যাঞ্চাইজি আসরে নিজেকে মেলে ধরার 'শেষ সুযোগ' পাবেন ধোনি, মনে করছেন কপিল।

তিনি আরও বলেন, 'ধোনির সামনে এখনো আইপিএল খেলার সুযোগ আছে। সেখানে তাঁর ফর্ম ধরে রাখাটা গুরুত্বপূর্ণ।'

গত চ্যাম্পিয়ন্স ট্রফির (২০১৭) পরপর আলোচনায় আসে ধোনির পারফর্মেন্স। ধীর গতির ব্যাটিংয়ের কারণে সমালোচিত হন ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল এই অধিনায়ক।

এ ছাড়া উইকেটরক্ষক ঋষভ পান্ত, লোকেশ রাহুল বা দিনেশ কার্তিকদের তখনকার ফর্মের কারণেও সীমিত ওভারের ম্যাচগুলোর একাদশে ধোনির জায়গা নড়বড়ে ছিল।

ইংল্যান্ড বিশ্বকাপে অবশ্য খারাপ করেননি ধোনি। আট ইনিংসে ৪৫.৫০ গড়ে ২৭৩ রান করেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। বিশ্বকাপের পর আর মাঠে নামেননি তিনি।

Bootstrap Image Preview