Bootstrap Image Preview
ঢাকা, ১৩ সোমবার, মে ২০২৪ | ৩০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নতুন চমকে বসুন্ধরা কিং

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারী ২০২০, ০৭:৪৭ PM
আপডেট: ০২ ফেব্রুয়ারী ২০২০, ০৭:৪৭ PM

bdmorning Image Preview


বসুন্ধরা কিংস গত মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগে নাম লিখিয়েই বড় চমক দেখিয়েছিল বিদেশি ফুটবলার সংগ্রহে। রাশিয়া বিশ্বকাপে খেলা কোস্টারিকান ফুটবলার ডেনিয়েল কলিন্দ্রেসকে দলভুক্ত করে দেশের ফুটবলের নতুন পরাশক্তি দলটি। কলিন্দ্রেসের দুর্দান্ত পারফরম্যান্স ক্লাবটিকে গত মৌসুমে দুটি ট্রফি জিততে রাখে বড় ভূমিকা। এই মৌসুমের প্রথম টুর্নামেন্ট ফেডারেশন কাপও জিতেছে তারা।

বিদেশি খেলোয়াড় সংগ্রহে ক্লাবটি দেখাতে যাচ্ছে আরো বড় চমক। বাংলাদেশের ঘরোয়া ফুটবলে আর্জেন্টিনা-ব্রাজিলের ফুটবলারের খেলা নতুন নয়। তবে বসুন্ধরা কিংস এবার যে ফুটবলারকে আনছে, তিনি গায়ে দিয়েছেন ১৯৭৮ ও ১৯৮৬’র বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের জার্সি। আর্জেন্টিনার হয়ে ৫ ম্যাচ খেলা ফরোয়ার্ড হার্নান বার্কোসের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের। বুধবার তার ঢাকা আসার কথা বলে জানা গেছে ক্লাবসূত্রে।

ঢাকার মাঠে খেলে গেছেন মেসি। সেটা তার দেশের জার্সি গায়ে নাইজেরিয়ার বিরুদ্ধে। সেই মেসির সতীর্থ বার্কোস আসছেন বাংলাদেশের ক্লাবের জার্সি গায়ে খেলতে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব এবং তার আগে এএফসি কাপের ম্যাচে বসুন্ধরা কিংসের জার্সি গায়ে দেখা যাবে ৩৫ বছর বয়সী এই আর্জেন্টনাইন ফরোয়ার্ডকে।

বার্কোসের আর্জেন্টিনাইন দলে অভিষেক হয়েছিল ২০১২ সালের ১৯ সেপ্টেম্বর চিরপ্রতিদ্বন্দ্বি ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দিয়ে। এ ছাড়াও তিনি আর্জেন্টিনার জার্সি গায়ে ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের বাছাইয়ের চারটি ম্যাচ খেলেছেন প্যারাগুয়ে, পেরু, চিলি ও উরুগুয়ের বিরুদ্ধে।

বাংলাদেশে তার আগমন প্রথম হলেও এশিয়াতে প্রথম নয়। ২০০৯ সালে চাইনিজ সুপার লিগে সাংহাই সেনহুয়ায় খেলেছেন এই আর্জেন্টাইন।

Bootstrap Image Preview