Bootstrap Image Preview
ঢাকা, ১৩ সোমবার, মে ২০২৪ | ২৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তামিমের ট্রিপল সেঞ্চুরির কেক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারী ২০২০, ০৬:২৩ PM
আপডেট: ০২ ফেব্রুয়ারী ২০২০, ০৬:২৩ PM

bdmorning Image Preview


বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে এখন সর্বোচ্চ ইনিংসটির মালিক তামিম ইকবাল। আজ (রোববার) তার উইলো থেকে বেরিয়ে এসেছে হার না মানা ৩৩৪ রানের মহাকাব্যিক এক ইনিংস। যে ইনিংসের সাক্ষী হয়েছে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম।

বাংলাদেশ ক্রিকেট লিগের অষ্টম আসরের প্রথম রাউন্ডের ম্যাচে পূর্বাঞ্চলের হয়ে মধ্যাঞ্চলের বিপক্ষে প্রথমবারের মতো তিনশ রান করেছেন দেশের ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল। তবে দেশের প্রথম শ্রেণির ক্রিকেটে তিনিই প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ান নন।

বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে তামিমের আগে একমাত্র ট্রিপল সেঞ্চুরি ছিল রকিবুল হাসানের। ২০০৭ সালে জাতীয় লিগের ম্যাচে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বরিশালের হয়ে সিলেটের বিপক্ষে ৩১৩ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন ডানহাতি রকিবুল। ৬৬০ মিনিট ৬০৯ বলে ৩৩ বাউন্ডারিতে সাজানো ছিল ঐ ট্রিপল সেঞ্চুরি।

রকিবুলের প্রায় ১৩ বছর পর, ২০২০ সালে এসে দেশের পক্ষে দ্বিতীয় ট্রিপল সেঞ্চুরি করলেন তামিম। প্রায় সাড়ে নয় ঘণ্টা ব্যাটিং করে ৪০৭ বলে ৪০ চারের মারে তিনশ রান পূরণ করেছেন তামিম। তার পুরো ইনিংসে নেই কোনো ছক্কা। যা প্রমাণ করে, বড় ইনিংস খেলতে কত বদ্ধ পরিকর ছিলেন এ বাঁহাতি ওপেনার।

দেশের ক্রিকেটে ইতিহাস গড়া তামিমকে সম্মান জানাতে ভুল করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘৩৩৪ নটআউট’ লেখা কেক কেটে তামিমের ইনিংসটি উদযাপন করেছে তারা। মিরপুরে মাঠের মধ্যেই সতীর্থদের সঙ্গে হাসিমুখে কেক কাটেন বাঁহাতি এই ওপেনার।

Bootstrap Image Preview