Bootstrap Image Preview
ঢাকা, ১২ রবিবার, মে ২০২৪ | ২৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ড্র নিয়েই সন্তুষ্ট স্রীলংকা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারী ২০২০, ০৭:২৫ PM
আপডেট: ০১ ফেব্রুয়ারী ২০২০, ০৭:২৫ PM

bdmorning Image Preview


সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ১০ উইকেটের বড় ব্যবধানে হেরেছিল জিম্বাবুয়ে। দ্বিতীয় টেস্টে দাপট দেখিয়ে ড্র করেছে দলটি। বৃষ্টির কারণে এই ম্যাচের অনেক সময় নষ্ট হয়েছে। লঙ্কানদের তাই চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিলেও জয় তুলে নিতে পারেনি জিম্বাবুয়ে।

এর ফলে ১-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে শ্রীলঙ্কা। এই ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৪০৬ রানে অল আউট হয়েছিল জিম্বাবুয়ে। জবাবে প্রথম ইনিংসে শ্রীলঙ্কা গুটিয়ে যায় মাত্র ২৯৩ রানে।

নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ২৪৭ রান করে ইনিংস ঘোষণা করে জিম্বাবুয়ে। এরপর ৩৬১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ৩ উইকেটে ২০৪ রান করে পঞ্চম দিন শেষ করে শ্রীলঙ্কা।

আগের দিন ৭ উইকেটে করা ২৪১ রান নিয়ে শেষ দিন খেলতে নামে জিম্বাবুয়ে। মাত্র ৬ রান যোগ করেই দ্বিতীয় ইনিংস ঘোষণা করেন দলটির অধিনায়ক শন উইলিয়ামস। ৫৩ রানে অপরাজিত থাকেন জিম্বাবুয়ে অধিনায়ক।

জিম্বাবুয়ের দেয়া বিশাল লক্ষ্য পাড়ি দেয়ার কোনো তাড়া ছিল না শ্রীলঙ্কার। তবুও তারা শুরুটা ভালো করতে পারেনি দ্বিতীয় ইনিংসে। মাত্র ২৬ রান করে ফিরে যান লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে। আরেক ওপেনার ওশাদা ফার্নান্দো আউট হয়েছেন ৪৭ রান করে।

এরপর কুসল মেন্ডিস সেঞ্চুরি তুলে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১১৬ রানে। অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুস ৭৫ বল খেলে ১৩ রানে অপরাজিত ছিলেন। ব্যাটে-বলে পারফরম্যান্স করে এই ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা।

সংক্ষিপ্ত স্কোর:

জিম্বাবুয়ে (প্রথম ইনিংস): ১১৫.৩ ওভারে ৪০৬ (উইলিয়ামস ১০৭, সিকান্দার ৭২, টেলর ৬২; এম্বুলদেনিয়া ৪/১৮২, ডি সিলভা ৩/৭১)

শ্রীলঙ্কা (প্রথম ইনিংস): ১১৯.৫ ওভারে ২৯৩ (করুনারত্নে ৪৪, ওশাডা ফার্নান্দো ৪৪, ম্যাথুস ৬৪, ডি সিলভা ৪২, বিশ্ব ফার্নান্দো ৩৮; সিকান্দার ৭/১১৩, তিরিপানো ১/৩০, নিয়াউচি ১/৪০, মুম্বা ১/৪৩)

Bootstrap Image Preview