Bootstrap Image Preview
ঢাকা, ১২ রবিবার, মে ২০২৪ | ২৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাকিস্তানের পর জিম্বাবুয়ের বিপক্ষেও টেস্ট খেলতে পারবেন না মুশফিক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারী ২০২০, ০৪:১৪ PM
আপডেট: ০১ ফেব্রুয়ারী ২০২০, ০৫:৩৭ PM

bdmorning Image Preview


চলতি মাসে জিম্বাবুয়ের বিপক্ষে একটি টেস্ট খেলার কথা রয়েছে বাংলাদেশের। কিন্তু এই ম্যাচে উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমের খেলা নিয়ে শঙ্কা রয়েছে। 

গত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েন অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিক। পুরনো সেই ইনজুরি আবারো মাথাচাড়া দিয়ে উঠেছে তাঁর। ফলে মাঠে ফেরা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন তিনি। এই ইনজুরির কারণে চলমান বাংলাদেশ ক্রিকেট লিগেও (বিসিএল) খেলা হচ্ছে না মুশফিকের।  

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু শুক্রবার জানান পাকিস্তান এবং জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচের জন্য একই দল ঘোষণা করার ইচ্ছা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। কিন্তু মুশফিক ইনজুরিতে থাকায় নতুন করে দল নির্বাচনের কথা ভাবছে বোর্ড।

এই প্রসঙ্গে নান্নু বলেন, 'সে (মুশফিক) এরই মধ্যে ইনজুরিতে রয়েছে। তাঁর এখনও ইনজুরি থেকে সেরে ওঠা বাকি। সে যদি এর মধ্যে ইনজুরি থেকে সেরে উঠে এবং বিসিএলে খেলে তাহলে তাঁকে জিম্বাবুয়ে সিরিজের জন্য বিবেচনা করা হবে।' 

পাকিস্তানের বিপক্ষে সম্প্রতি শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজে খেলেননি মুশফিকুর রহিম। নিরাপত্তা শঙ্কায় সেই সফর থেকে সরে দাঁড়ান তিনি। রাওয়ালপিন্ডি টেস্টেও খেলা হচ্ছে না তাঁর। 

Bootstrap Image Preview