Bootstrap Image Preview
ঢাকা, ১১ শনিবার, মে ২০২৪ | ২৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যাকে যেভাবে পায় সেভাবে আমার মানিয়ে নিতে হবে: মমিনুল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২০, ১১:৫৪ AM
আপডেট: ৩১ জানুয়ারী ২০২০, ১১:৫৪ AM

bdmorning Image Preview


জাতীয় দলের টেস্ট অধিনায়কত্বে আরো পরিপক্বতা আনার জন্য আসন্ন বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) 'অধিনায়কত্বের অনুশীলন' সারবেন মুমিনুল হক।

৩১ জানুয়ারি মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইসলামি ব্যাংক ইস্টজোনের বিপক্ষে মাঠে নামবে ওয়ালটন সেন্ট্রালজোন। এই উপলক্ষে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) অনুশীলন সেরে নেয় দুই দলের ক্রিকেটাররা।

অনুশীলন শেষে ইস্টজোনের অধিনায়ক মুমিনুল বলেন, 'এটা একটা অনুশীলনের ব্যাপার। বিসিএলে আমি যে বোলারদের সাথে খেলব ওদের হয়তো টেস্টে আমি পাব না। হয়তো কাউকে পাব, কাউকে পাব না। তো ওভাবে আমার মানিয়ে নিতে হবে। বিসিএলে যে চারদিনের ম্যাচ হয়, সেখানে আমার অধিনায়কত্বের অনুশীলন হয়।

সেটা আমার জন্য ভালো, বিশেষ করে টেস্ট অধিনায়কত্বের জন্য। আমি অধিনায়ক হিসেবে বিষয়টা ভালোভাবে দেখতে পারব। কে কীভাবে খেলে, কে কীভাবে থাকে- এসব। এটা ভালো একটা সুযোগ আমার মনে হয়।'

৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। পাকিস্তানের মাটিতে খেলার আগে বিসিএলে ম্যাচ খেলার অভিজ্ঞতা কাজে দেবে, মনে করেন মুমিনুল।

তরুণ  এই অধিনায়ক আরও বলেন, 'টেস্টের আগে সবার একটা ভালো প্রস্তুতি দরকার ছিল। আমার কাছে মনে হয়, বিসিএলে খেললে ভালো একটা প্রস্তুতি হবে।

অবশ্যই কাজে দেবে। আন্তর্জাতিক ম্যাচ খেলার আগে যেকোনো একটা টুর্নামেন্ট খেললে সেটা অনেক কাজে দেয়।'

ইসলামি ব্যাংক ইস্টজোনঃ ইমরুল কায়েস, আবু জায়েদ রাহি, আফিফ হোসেন, মুমিনুল হক, নাঈম হাসান, তামিম ইকবাল, রুবেল হোসেন, ইয়াসির আলি চৌধুরী, পিনাক ঘোষ, হাসান মাহমুদ, জাকির হাসান, নাসির হোসেন, তাইজুল ইসলাম, অমিত হাসান, রেজাউর রহমান, তানভির ইসলাম, ইমরান-উজ-জামান, খালেদ আহমেদ, রনি চৌধুরী ও মোহাম্মদ আশরাফুল।

Bootstrap Image Preview