Bootstrap Image Preview
ঢাকা, ১২ রবিবার, মে ২০২৪ | ২৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বরাবরই সাকিব আল হাসানকে অনুসরণ করে খেলি: রকিবুল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২০, ১১:৪৩ AM
আপডেট: ৩১ জানুয়ারী ২০২০, ১১:৪৩ AM

bdmorning Image Preview


অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকার যুবাদের ১০৪ রানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। বিশাল এই জয়ের পেছনে অগ্রণী ভূমিকা পালন করেন ১৭ বছর বয়সী বাঁহাতি স্পিনার রকিবুল হাসান। 

বাংলাদেশের দেয়া ২৬২ রানের জবাবে খেলতে নেমে এই রকিবুলের বোলিং ঘূর্ণিতেই মাত্র ১৫৭ রানে অলআউট হয় প্রোটিয়ারা। ১৯ রান খরচায় ৫ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকা শিবিরে ধ্বস নামান তরুণ রকিবুল। ক্রিকেটে নির্দিষ্ট কাউকে আদর্শ হিসেবে না মানলেও বরাবরই সাকিব আল হাসানকে অনুসরণ করে আসছেন রকিবুল।

ম্যাচ সেরার পুরষ্কার পাওয়া এই তরুণ বলেন, ‘আমার সেভাবে কোন আদর্শ নেই তবে সাকিব আল হাসানকে বেশ অনুসরণ করি। তিনি বাংলাদেশের কিংবদন্তী বোলার। আর আমি ব্যাটসম্যান ও উইকেট পড়ার চেষ্টা করি। এছাড়া কঠোর পরিশ্রমতো আছেই। গত এক বছর অনেক খেটেছি।’

প্রোটিয়াদের বিপক্ষে নিজেদের পরিকল্পনা ঠিকমতো কাজে লাগাতে পারায় ফলাফল পক্ষে এসেছে বলে বিশ্বাস করেন রকিবুল। একই সঙ্গে বিশ্বকাপে আসার আগে কয়েকটি ভালো সিরিজ খেলে আসায় সুবিধা হয়েছে নিজেদের। 

রকিবুলের ভাষ্যমতে, 'ম্যাচটিকে আমরা স্বাভাবিক হিসেবেই নিয়েছি। বিশ্বকাপে আসার আগে আমরা বেশ কয়েকটি ভালো সিরিজ শেষ করেছি। ড্রেসিংরুমে আমাদের পরিকল্পনা সাজানো হয়েছে, নিজেদের মধ্যে আলোচনা করেছি কৌশল নিয়ে। আর মাঠে সেটা ঠিকঠাক প্রয়োগ করতে পেরেছি বলেই ভালো করেছি।’

Bootstrap Image Preview