Bootstrap Image Preview
ঢাকা, ১২ রবিবার, মে ২০২৪ | ২৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দুই মাস পর পাকিস্তানের প্রস্তাবে সাড়া দিল প্রোটিয়ারা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২০, ১১:৩৬ AM
আপডেট: ৩১ জানুয়ারী ২০২০, ১১:৩৬ AM

bdmorning Image Preview


গেল বছর নভেম্বরে পাকিস্তানের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলার প্রস্তাব পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। দুই মাস পর সেই প্রস্তাবে সাড়া দিয়েছে প্রোটিয়ারা। পাকিস্তানের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলার বিষয়টি বিবেচনা করছে তারা। 

চলতি বছর মার্চে ভারত সফরে যাবে প্রোটিয়ারা। সফরে ওয়ানডে সিরিজ শেষ হবে ১৮ মার্চ। ধারণা করা হচ্ছে ভারত সফরের পর পরই পাকিস্তান সফরে যেতে পারে দক্ষিণ আফ্রিকা। 

এর আগে অবশ্য পাকিস্তানের মাটিতে নিরাপত্তা দল পাঠাবে দক্ষিণ আফ্রিকা। পিএসএল চলাকালীন অথবা বাংলাদেশ-পাকিস্তান সিরিজ চলাকালীন সেখানে যেতে পারে দক্ষিণ আফ্রিকার নিরাপত্তা দল। 

২০০৭ সালে সর্বশেষ পাকিস্তান সফরে করেছিল দক্ষিণ আফ্রিকা। মাঝে ২০১০ এবং ২০১৩ সালে আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে খেলেছে প্রোটিয়ারা। সব কিছু ঠিক থাকলে ১২ বছর পর পাকিস্তানে খেলতে যাবে দক্ষিণ আফ্রিকা। 

আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামের সূচি অনুযায়ী ২০২১ সালের জানুয়ারি-ফেবরুয়ারি মাসে পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে দক্ষিণ আফ্রিকার। সফরে দুটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা দুই দলের মধ্যে।

আগামী ৬ সপ্তাহের মধ্যে ঘরের মাঠে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। এরপর আগস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে লড়বে প্রোটিয়ারা।

Bootstrap Image Preview