Bootstrap Image Preview
ঢাকা, ১২ রবিবার, মে ২০২৪ | ২৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দল নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী শান্ত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২০, ১১:৩১ AM
আপডেট: ৩১ জানুয়ারী ২০২০, ১১:৩১ AM

bdmorning Image Preview


আসন্ন বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) ওয়ালটন মধ্যাঞ্চলের হয়ে খেলবেন নাজমুল হাসান শান্ত। মধ্যাঞ্চলের হয়ে শান্তর সঙ্গে খেলবেন মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, রকিবুল হাসান, নাজমুল ইসলাম অপুর মতো তারকা ক্রিকেটাররা।

দলের কম্বিনেশন নিয়ে তাই বেশ সন্তুষ্ট ২১ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান শান্ত। অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে সাজানো দল নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী তিনি। এবারের টুর্নামেন্টে ভালো লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে চান এই তরুণ ক্রিকেটার।

শান্ত বলেন, 'খুব ভালো একটি দল হয়েছে আমাদের। আমরা যা আশা করছিলাম। দলের কম্বিনেশন খুবই ভালো। জাতীয় দলে যারা যাবে, এরপরেও যে ক্রিকেটাররা থাকবে, আমার মনে হয় যে সবাই অনেক সামর্থ্যবান। সবাই অভিজ্ঞ, খুব বেশি সমস্যা হবে না বলে মনে করি। তো অবশ্যই ভালো লক্ষ্য নিয়ে এগিয়ে যাবো বলে আশা করি।'

এর আগের বছরের মতো এবারও মধ্যাঞ্চলের অধিনায়কত্ব করবেন শান্ত। অধিনায়ক হিসেবে কোচের সঙ্গে ভালোই বোঝাপড়া রয়েছে তাঁর। আর এই ব্যাপারটিকে দারুণ উপভোগ করছেন তিনি। 

শান্ত বলেন, 'যেরকম দল আমাদের অবশ্যই আশা অনেক বেশি। আমাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলে অবশ্যই ভালো কিছুই হবে। আর অধিনায়কত্বের বিষয়ে যেটা বললেন আগের বছরেও এই দলের সাথে দায়িত্বটা ছিল। অনেকের সাথে চেনা জানা আছে। কোচের সাথে ভালো একটা বোঝাপড়া আছে। ব্যাপারটা অনেক উপভোগ করছি।'

ওয়ালটন মধ্যাঞ্চল: সাইফ হাসান, শুভাগত হোম চৌধুরী, তাইবুর রহমান, নাজমুল হোসেন শান্ত, আরফাত সানি, শহিদুল ইসলাম, মোহাম্মদ মিঠুন, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, রকিবুল হাসান, মুকিদুল ইসলাম মুগ্ধ, জাকের আলি অনিক, নাজমুল ইসলাম অপু, নাঈম শেখ, আব্দুল মজিদ, ইরফান হোসেন, সোহরাওয়ার্দী শুভ, শরিফুল ইসলাম, মো: আকবর আলি, মেহেদী হাসান মিরাজ।

Bootstrap Image Preview