Bootstrap Image Preview
ঢাকা, ১১ শনিবার, মে ২০২৪ | ২৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অ্যালেক্স হেলসকে প্রতারক বলেছেন রিকি পন্টিং

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২০, ১১:২৮ AM
আপডেট: ৩১ জানুয়ারী ২০২০, ১১:২৮ AM

bdmorning Image Preview


ইংল্যান্ডের ওপেনার অ্যালেক্স হেলসকে প্রতারক বলেছেন রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়কের দাবি বিগ ব্যাশে ফিল্ডিংয়ের সময় নিয়ম ভঙ্গ করেছেন ইংলিশ এই ক্রিকেটার। তবে পন্টিংয়ের সঙ্গে একমত নন হেলস। আত্মপক্ষে সাফাই গেয়ে বলেছেন, কোনো প্রকার নিয়ম ভঙ্গ করেননি তিনি।

বৃহস্পতিবার বিগ ব্যাশের এলিমেনেটরে হোবার্ট হ্যারিকেন্স বড় জয় পেয়েছে সিডনি থান্ডার। এই ম্যাচ চলাকালীন হেলসের ফিল্ডিংয়ের কলাকৌশল নিয়ে প্রশ্ন তোলেন পন্টিং। অস্ট্রেলিয়াকে দুইবার বিশ্বকাপ জেতানো এই অধিনায়কের দাবি ক্রিকেটের স্পিরিট নষ্ট করেছেন হেলস। 

বোলার বল ছাড়ার আগ পর্যন্ত ৪ জন ফিল্ডারকে ৩০ গজের সিমানার ভেতরে থাকতে হয়। কিন্তু টেলিভিশন ক্যামেরায় দেখা যায়, হোবার্ট ব্যাটসম্যান ক্রিস ম্যালেঙ্কো মিড অফ অঞ্চলে শট খেলার সময় ৩০ গজের বাইরে দাঁড়িয়ে আছেন হেলস। 

পন্টিংয়ের দাবি, বোলার বল ছাড়ার আগে জায়গা পরিবর্তন করেছেন হেলস। তাই ইংলিশ এই ওপেনারকে প্রতারক বলেছেন পন্টিং। চ্যানেল সেভেনকে তিনি বলেন, `এটা প্রতারণা। ক্রিকেটের নিয়মের বাইরে। বোলার রান আপ নেয়ার আগে আপনাকে পজিশনে দাঁড়াতে হবে। বল ছাড়ার আগে জায়গা পরিবর্তন বা পেছানো যাবে না।' 

`হেলসকে ইনার রিংয়ের ভেতরে (৩০ গজের) থাকার কথা। কিন্তু বোলার বল ছাড়ার আগেই সে দাগের বাইরে চলে গেছে। আমরা যারা ক্রিকেট খেলেছি, এটা সবার জানা যে আপনি পেছাতে পারবেন না। এটা নিয়মের বাইরে বলবো না তবে স্পিরিট অফ ক্রিকেটের বাইরে।' আরও যোগ করেন পন্টিং।

হেলস অবশ্য একমত নন পন্টিংয়ের এমন মন্তব্যের সঙ্গে। উল্টো এখানে ভুল কিছু দেখেননি ইংলিশ এই ওপেনার। হেলস বলেন, `আমার মনে হয় না এখানে ভুল কিছু করেছি। আমি বুঝে গেছিলাম ব্যাটসম্যান কোন শট খেলতে যাচ্ছে তাই পিছিয়ে গেছি।' 

`বোলার বল ছাড়ার পর আপনি যখন দেখবেন ব্যাটসম্যান ব্যাট ঘুরাচ্ছে, আপনি তখন পেছাতেই পারেন। আমার মতে এটা ঠিক আছে। ফিল্ডিংয়ের নিয়মের মধ্যেই পরে। ধারণা করাই যায় এমন। আমি স্পোর্টসম্যানশিপ নষ্ট করিনি।' আরও যোগ করেন ইংলিশ এই ক্রিকেটার।

Bootstrap Image Preview