Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যে কারণে মার্কিন-ইসরায়েলের পতাকা বানায় ইরান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২০, ১১:১৭ AM
আপডেট: ৩১ জানুয়ারী ২০২০, ১১:১৭ AM

bdmorning Image Preview


বিশ্ব রাজনীতিতে ইরানের সঙ্গে সবচেয়ে বৈরী সম্পর্ক যে দুটি দেশের সেটি হলো- যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কিন্তু ইরানের একটি কারখানা এ দুটি দেশেরই পতাকা বানায়। শুধু তা-ই নয়, এই দুটি দেশের পতাকা বানিয়ে তাদের ব্যবসাও রমরমা হয়ে উঠেছে। কিন্তু কেন ‘শত্রু’পক্ষের পতাকা তৈরি করছে তারা? গতকাল বৃহস্পতিবার সংবাদমাধ্যম রয়টার্স এ প্রশ্নের জবাব দিয়েছে।

এক প্রতিবেদনে রয়টার্স জানায়, আসলে বিক্ষোভকারীরা যে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের পতাকা পোড়াতে পারে, সেজন্য তারা এটি তৈরি করে! রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, চাহিদা সর্বোচ্চ থাকাকালে এক মাসে কারখানাটি প্রায় দুই হাজার মার্কিন ও ইসরায়েলি পতাকা বানিয়ে থাকে, আর বছরে ১৫ লাখ বর্গফুটেরও বেশি পতাকা বানায়। ইরানের রাজধানী তেহরানের দক্ষিণ-পশ্চিমে খোমেইন শহরের এই কারখানাটির পুরুষ ও নারী কর্মীরা পতাকাগুলোয় হাতছাপ দেওয়ার পর সেগুলো শুকানোর জন্য সারি দিয়ে ঝুলিয়ে রাখে।

প্রসঙ্গত, ইরানে রাষ্ট্রসমর্থিত সমাবেশে ও প্রতিবাদগুলোয় বিক্ষোভকারীরা নিয়মিত ইসরায়েলি, মার্কিন ও ব্রিটিশ পতাকা পোড়ায়। পতাকা কারখানা দিবা পারচামের মালিক কাসেম ঘানজানি বলেন, আমেরিকান ও ব্রিটিশ জনগণের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই। আমাদের সমস্যা তাদের সরকারগুলোর সঙ্গে।

Bootstrap Image Preview