Bootstrap Image Preview
ঢাকা, ২২ বুধবার, মে ২০২৪ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সূর্সাযের জন্মের ও আগের, সাড়ে ৫০০ কোটি বছর পুরাতন পদার্থের সন্ধান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ জানুয়ারী ২০২০, ১০:৪৯ PM
আপডেট: ৩০ জানুয়ারী ২০২০, ১০:৫২ PM

bdmorning Image Preview


সূর্যের জন্মেরও আগে বিশ্ব ব্রহ্মাণ্ডে যে আদিমতম কঠিন পদার্থের সৃষ্টি হয়েছিল, এই প্রথম তার হদিশ মিলল পৃথিবীতে। সাড়ে ৫০০ কোটি বছর আগে প্রচণ্ড তাপমাত্রায় ওই কঠিন পদার্থের বেশিক্ষণ টিঁকে থাকা একেবারেই অসম্ভব ছিল। প্রচণ্ড তাপমাত্রায় গলে বা বাষ্পীভূত হয়ে যাওয়ার কথা থাকলেও পদার্থটি না গলে কঠিনই রয়েছে।

পৃথিবীতে খুঁজে পাওয়া সেই বিরল পদার্থটির হদিশ মিলেছে আজ থেকে ৫১ বছর আগে উত্তর মেক্সিকোতে আছড়ে পড়া একটি উল্কাপিণ্ড থেকে। যার নাম ‘অ্যালেন্দে’। ১৯৬৯ সালের ফেব্রুয়ারিতে অ্যালেন্দে আছড়ে পড়ে পৃথিবীর বুকে। বিশ্ব ব্রহ্মাণ্ডের আদিমতম ওই কঠিন পদার্থকে বলা হয়, ‘প্রি-সোলার গ্রেইনস’।

অ্যালেন্দে উল্কাপিণ্ডটির খাঁজেই ছিল ঝাপসাটে সাদা দেখতে ওই পদার্থটি। কিন্তু সেটি আদতে কী, তা কী দিয়ে তৈরি, এতদিন তা জানা সম্ভব হয়নি। আর তাই ওই পদার্থটির নাম দেওয়া হয়েছিল ‘কিউরিয়াস মারি’। পদার্থবিজ্ঞান ও রসায়নে পৃথকভাবে দুবার নোবেল বিজয়ী বিজ্ঞানী মারি ক্যুরির নামানুসারে নামটি রাখা হয়।

রাসায়নিক বিশ্লেষণের পর অবশেষে জানা গেছে, অ্যালেন্দের খাঁজে থাকা পদার্থটি ক্যালসিয়াম ও অ্যালুমিনিয়াম ধাতুর একটি যৌগ। এরমধ্যে রয়েছে সিলিকন ও কার্বনের একটি যৌগ- সিলিকন কার্বাইড। যা রয়েছে আদ্যোপান্ত কঠিন অবস্থায়। বিশ্ব ব্রহ্মাণ্ডে যার সৃষ্টি হয়েছিল সূর্যেরও জন্মের আগে, আজ থেকে অন্তত ৫৫০ কোটি বছর আগে।

সেন্ট লুইয়ে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা এই খবর দিয়েছে। গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান-সাময়ীকী ‘নেচার-অ্যাস্ট্রোনমি’তে। গবেষণা দলের নেতৃত্ব দিয়েছেন ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওলগা প্রাভদিভ্তসেভা।

ওলগা বলেছেন, ‘বিশ্ব ব্রহ্মাণ্ডের যে সময়ে ওই কঠিন পদার্থের সৃষ্টি হয়েছিল, সেই সময় তার পক্ষে বেশিক্ষণ কঠিন অবস্থায় থাকা সম্ভব ছিল না। কারণ ব্রহ্মাণ্ডের তাপমাত্রা তখন খুব বেশি ছিল। যে তাপমাত্রায় যে কোনও পদার্থই কঠিন অবস্থায় বেশি ক্ষণ স্থায়ী হতে পারে না। যা আমাদের যথেষ্টই অবাক করে দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমাদেরকে আরও অবাক হতে হয়েছে যে, ওই পদার্থটি তৈরি হয়েছিল ক্যালসিয়াম ও অ্যালুমিনিয়ামের মতো দুটি ধাতু থেকে। যাদের বলা হয়, ‘ক্যালসিয়াম-অ্যালুমিনিয়াম-রিচ ইনক্লুশন বা সিএআই। যাদের গলনাঙ্কও (মেল্টিং পয়েন্ট) খুব বেশি নয়।’

আজ থেকে ৫১ বছর আগে পৃথিবীর বুকে আছড়ে পড়া অ্যালেন্দে উল্কাপিণ্ডটি রাখা আছে শিকাগো ফিল্ড মিউজিয়ামের প্রিৎজকার সেন্টার ফর মেটিওরিটিক্স অ্যান্ড পোলার স্টাডিজে। এই উল্কাপিণ্ডট এর আগেও শিরোনাম হয়েছিল। তার খাঁজে আটকে থাকা পদার্থটি সম্পর্কে বিন্দুবিসর্গ না জানা সত্ত্বেও তার নামকরণও করা হয়।

মূল গবেষক বলেন, ‘সূর্যের জন্মের আগে নেবুলার কোনো কোনো জায়গায় হয়তো এমন তাপমাত্রা ছিল, যাতে সিলিকন কার্বাইডের মতো কঠিন পদার্থ সৃষ্টির পর তা কয়েকশ কোটি বছর ধরে স্থায়ী হতে পারে। এর মানে, সূর্যের জন্মের আগে যে কঠিন পদার্থগুলোর জন্ম হয়েছিল, তাদের সকলেই প্রচণ্ড তাপমাত্রায় গলে বা বাষ্পীভূত হয়ে যায়নি।’

সূত্র : ফিজিক্স ডট ওআরজি, সায়েন্স ডেইলি, আনন্দবাজার পত্রিকা

Bootstrap Image Preview