Bootstrap Image Preview
ঢাকা, ২১ মঙ্গলবার, মে ২০২৪ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

করোনা ভাইরাস থেকে ‘অলৌকিক’ ভাবে রক্ষা পেলেন নারী!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ জানুয়ারী ২০২০, ০৭:৪২ PM
আপডেট: ৩০ জানুয়ারী ২০২০, ০৭:৪২ PM

bdmorning Image Preview


তাইওয়ানের এক নারী চীনের উহান প্রদেশে যেতেন জানুয়ারি মাসের শুরুতে। কিন্তু পোষা কুকুর টিকিট ও পাসপোর্ট ছিঁড়ে খাওয়ায় নারীর সেই যাত্রা বাতিল হয়ে যায়। পোষ্যের নাম কিমি, সে জাতিতে গোল্ডেন রিট্রিভার। পোষা কুকুর এভাবে পাসপোর্ট ছিঁড়ে ফেলায় মালিক আর নিজের গন্তব্যে যেতে পারেননি। তবে এখন তিনি এই জন্য কিমকে সোশ্যাল প্ল্যাটফর্মে ধন্যবাদ দিয়েছেন। কারণ চীনের উহান প্রদেশেই করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত মানুষ। সেখান থেকেই এই ভাইরাসের সংক্রমণও শুরু হয়েছিলো। সেখানে গেলে তিনিও হয়তো এতে আক্রান্ত হতেন।

যে সময় এই ঘটনাটি ঘটেছিল সেসময় ঘরে ছিলেন না ওই নারী। এরপর ঘরে ফিরেই তিনি দেখেন পাসপোর্ট ও টিকিট ছিঁড়ে কুটিকুটি হয়ে পড়ে রয়েছে। যেদিন ঘটনাটি ঘটেছিল সেদিন এটা কী হয়েছে বলে পোস্ট করেছিলেন ওই নারী। আর এবার আবার থ্রো ব্যাক পিকচারের সঙ্গেই নতুন পোস্টটি লিখেছেন।

নিজের পোস্টের ট্যাগ লাইনে তিনি লিখেছেন, মনে করতে পারছেন এই পাসপোর্টটির কথা, মনে করে দেখুন, শিশুটি সত্যিই আমায় বাঁচিয়েছে। আমার পাসপোর্ট ছিঁড়ে যাওয়ার পর আমি দেখি আমি যেখানে (উহান) যাচ্ছিলাম সেটা ভাইরাস আক্রান্ত। এখন ভাবলে এটা আমায় ভীষণ আবেগ প্রবণ করে দিচ্ছে। যার জন্য আমার নির্ধারিত সূচি পালন হয়নি।

সূত্র: ডেইলি মেইল

Bootstrap Image Preview