Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

উত্তেজনার মধ্যে পাকিস্তান যাচ্ছেন এরদোগান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ জানুয়ারী ২০২০, ০১:২৩ PM
আপডেট: ৩০ জানুয়ারী ২০২০, ০১:২৩ PM

bdmorning Image Preview


তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়্যেপ এরদোগান আগামী মাসে পাকিস্তান সফর করবেন। এই সফরে তার সঙ্গে থাকবে উচ্চপদস্থ একটি প্রতিনিধি দল।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের কার্যালয়ের কর্মকর্তাদের বক্তব্যের বরাতে বুধবার (২৯ জানুয়ারি) এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, দুই দিনের সফরে আগামী ১৩ ফেব্রুয়ারি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাবেন রেসেপ তাইয়্যেপ এরদোগান।

তবে এই সফরে এরদোগান পাকিস্তানের প্রতিনিধিদের সঙ্গে কি বিষয়ে  আলোচনা করবেন সে ব্যাপারে এখন পর্যন্ত পাকিস্তান ও তুরস্কের সরকারের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি।

মার্কিনিদের ড্রোন হামলায় ইরানের সর্বোচ্চ সামরিক কর্মকর্তা জেনারেল কাসেম সোলাইমানির নিহতের জেরে মধ্যপ্রাচ্যে এখন চরম উত্তেজনা বিরাজ করছে। সামগ্রিকভাবে এর প্রভাব পড়েছে বিশ্ব রাজনীতিতে। অন্যদিকে লিবিয়ার গৃহযুদ্ধ, ইরান-সৌদি দ্বন্দ্ব ইত্যাদি ইস্যুকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতিতে তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের পাকিস্তান সফরকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এর আগে ২০১৯ সালের অক্টোবরে এরদোগানের পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল। কিন্তু সিরিয়া যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের উত্তেজনার কারণে সেই সফর স্থগিত করা হয়।

Bootstrap Image Preview