Bootstrap Image Preview
ঢাকা, ১০ শুক্রবার, মে ২০২৪ | ২৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা বিসিবির

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ জানুয়ারী ২০২০, ১০:২৯ AM
আপডেট: ৩০ জানুয়ারী ২০২০, ১০:২৯ AM

bdmorning Image Preview


অস্ট্রেলিয়ায় ২০২০ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। এই টুর্নামেন্টে দলকে নেতৃত্ব দেবেন সালমা খাতুন।

আগামী ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। অস্ট্রেলিয়া আর ভারতের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্টটি।

বাংলাদেশের প্রথম ম্যাচ ২৪ ফেব্রুয়ারি এই ভারতেরই বিপক্ষে। পার্থের ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে লড়বে দুই দল। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টায়।

বাংলাদেশ নারী দল : সালমা খাতুন (অধিনায়ক), রুমানা আহমেদ (সহ-অধিনায়ক), জাহানারা আলম, শামীমা সুলতানা, মুরশিদা খাতুন হ্যাপি, আয়েশা রহমান, নিগার সুলতানা জ্যোতি, সানজিদা ইসলাম, খাদিজাতুল কুবরা, পান্না ঘোষ, ফারজানা হক পিঙ্কি, নাহিদা আক্তার, ফাহিমা খাতুন, রিতু মনি, শুভানা মোস্তারি।

স্ট্যান্ডবাই : শায়লা শারমিন, সুরাইয়া আজমিম, লতা মণ্ডল, পূজা চক্রবর্তী, রাবেয়া।

Bootstrap Image Preview