Bootstrap Image Preview
ঢাকা, ২১ মঙ্গলবার, মে ২০২৪ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এবার মিয়ানমারে নতুন ভাইরাস, মরছে শত শত মহিষ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২০, ০৬:৪৪ PM
আপডেট: ২৭ জানুয়ারী ২০২০, ০৬:৪৪ PM

bdmorning Image Preview


মিয়ানমারের আরাকানে অজ্ঞাত রোগে ব্যাপক হারে মারা যাচ্ছে মহিষ। এ পর্যন্ত সেখানে ৩ শতাধিক মহিষের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। চীনা করোনাভাইরাস আতঙ্কের মধ্যেই এটি একটি আশঙ্কাজনক খবর বলে মনে করা হচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যম নারিনজারা নিউজের বরাতে এ তথ্য জানা গেছে। 

জানা গেছে রাখাইনের মেবন শহরের ইয়ো চাং ওয়ারা থায়া গ্রামে মহিষের এই মহামারী দেখা দিয়েছে। কী কারণে এসব মহিষের মৃত্যু হচ্ছে তা কেউ বলতে পারছেন না। 

স্থানীয় কৃষক ইউ শাক হোসু জানান, কেবল চারটি উপসর্গ দেখা যায়। মৃত্যুর আগে এসব মহিষ কাঁপতে থাকে, জিহ্বা বের করে হাঁপাতে থাকে এবং গলা ও পেট ফুলে যায়।

স্থানীয় কৃষকরা জানিয়েছেন, সরকারি বাহিনী ও আরাকান আর্মির মধ্যে চলমান উত্তেজনার কারণে স্থানীয় বাসিন্দারা এলাকা ছেড়ে চলে গেলে মহিষের এই মড়ক বেড়ে যায়। 

Bootstrap Image Preview