Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেটে ইমানের সেঞ্চুরি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২০, ০১:৩৭ PM
আপডেট: ২৭ জানুয়ারী ২০২০, ০১:৩৭ PM

bdmorning Image Preview


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ব্যবস্থাপনায় বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট ২০১৯-২০২০ এর জেলা পর্যায়ের লড়াই চলছে। চলতি আসরের প্রথম সেঞ্চুরি করেছে বরিশাল টাউন স্কুলের মোহাম্মদ ইমান।

বরিশাল সরকারি জেলা স্কুলের বিপক্ষে মাত্র ৬৬ বলে সেঞ্চুরি তুলে নেয় ইমান। এই ম্যাচে ২৭৭ রানের বড় জয় পায় ইমানের বরিশাল টাউন স্কুল।

তার সেঞ্চুরিতে ভর করে আগে ব্যাটিংয়ে নেমে ৩২৬ রান করে বরিশাল টাউন স্কুল। দলটির এই সংগ্রহে বড় অবদান রেখেছে অধিনায়ক রাহাত কাজীও। ৬১ রানের ইনিংস খেলেছে সে। 

৯টি চার এবং ৫টি ছক্কায় সেঞ্চুরি তুলে অপরাজিত থাকে ইমান। জবাবে ব্যাটিংয়ে নেমে মাত্র ৪৯ রানে গুটিয়ে যায় বরিশাল জেলা স্কুল।

সাব্বির হালদার ৪ আর ইমান নেয় ২ উইকেট। এবারের আয়োজনে অংশ নিয়েছে পুরো দেশের ৫৫৬ স্কুলের ১১ হাজার ১২০ ক্ষুদে ক্রিকেটার।

এবারের আসরে সর্বোচ্চ ১৩০টি স্কুল অংশ নিয়েছে ঢাকা বিভাগ থেকে। এ ছাড়া চট্টগ্রামের ৯০টি, খুলনার ৮৪টি, রংপুরের ৭২টি, রাজশাহীর ৬৮টি, বরিশালের ৪৪টি, সিলেটের ৩৬টি এবং ঢাকা মেট্রোর ৩২টি স্কুল অংশ নিয়েছে।
 

Bootstrap Image Preview