Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কাঁধের চোটই হয়ে দাড়ালো মৃত্যুঞ্জয়ের পথের কাটা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২০, ০১:১৫ PM
আপডেট: ২৭ জানুয়ারী ২০২০, ০১:১৫ PM

bdmorning Image Preview


কাঁধের চোটের কারণে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন মৃত্যুঞ্জয় চৌধুরী। তরুণ এই পেসারের বদলি হিসেবে আরেক পেসার রুয়েল মিয়াকে দক্ষিণ আফ্রিকা পাঠাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছেন বয়সভিত্তিক দলের নির্বাচক হান্নান সরকার। তিনি বলেন, 'মৃত্যুঞ্জয়ের কাঁধে আগে থেকেই সমস্যা ছিল। আমরা ওকে চিকিৎসা করে পাঠিয়েছিলাম। কিন্তু এখন আবার ওর চোট সমস্যা করছে।

সামনে ওর লম্বা ক্যারিয়ার আছে, তাই ঝুঁকি নিচ্ছি না। ওকে আমরা ফিরিয়ে আনছি। ওর অপারেশন করা লাগতে পারে। মৃত্যুঞ্জয়ের জায়গায় খেলতে রুয়েল দক্ষিণ আফ্রিকার বিমান ধরছে।'

চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে দুটি উইকেট পান মৃত্যুঞ্জয়। ইনজুরির কারণে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে একাদশে ছিলেন না তিনি।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য অপেক্ষমাণ তালিকার ক্রিকেটাররা বেশ কিছুদিন ধরেই মিরপুরে অনুশীলন করছেন। এই তালিকায় আছেন অমিত হাসান, এসএম মেহেরব হাসান, আশরাফুল ইসলাম সিয়াম, মিনহাজুর রহমান মোহন্না, রুয়েল মিয়া ও আসাদুল্লাহ হিল গালিব।

পেসার রুয়েল মিয়া দারুণ ফর্মে আছেন। জাতীয় লিগে সিলেট বিভাগের হয়ে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে দুই ইনিংসে ১৩ উইকেট নেন রুয়েল।

Bootstrap Image Preview