Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তামিম বাংলাদেশের সবচেয়ে ধারাবাহিক খেলোয়াড়: ম্যাকেঞ্জি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২০, ১২:৩৬ PM
আপডেট: ২৭ জানুয়ারী ২০২০, ১২:৩৬ PM

bdmorning Image Preview


চলতি পাকিস্তান সফরে ব্যাট হাতে বেশ ছন্দে আছেন তামিম ইকবাল। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৩৪ বলে ৩৯ রান করেন তিনি। দ্বিতীয় ম্যাচে তাঁর ব্যাট থেকে আসে ৫৩ বলে ৬৫ রান। ব্যাট হাতে রানে থাকলেও তাঁর ধীরস্থির ব্যাটিং সমালোচনা তৈরি করেছে।

এমন সময় তামিমের পাশে থাকছেন বাংলাদেশের ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি। তিনি তামিমের সামর্থ্যের প্রতি বিশ্বাস রাখছেন। তিনি মনে করেন, তামিম মানসিকভাবে ভালো অবস্থানে আছেন। দলের অন্যদের উপর বিশ্বাস তৈরি হলে তামিম শট খেলতে পারবেন বলে মনে করেন প্রোটিয়া এই কোচ।

এ প্রসঙ্গে ম্যাকেঞ্জি বলেছেন, ‘সে সম্ভবত বাংলাদেশের সবচেয়ে ধারাবাহিক খেলোয়াড়। আমরা জানি সে কীভাবে খেলতে পারে। কিন্তু তার উপর ছেলেদের বিশ্বাস রাখতে হবে। তাদেরও পারফর্ম করতে হবে। যখন আপনার বিশ্বাস থাকবে দলের উপর, আপনি আরও শট খেলবেন। সে ভালো করছে দেখে ভালো লাগছে। সে মানসিকভাবে অবস্থানে আছে।’

ব্যক্তিগত কারণে ঘরের মাঠে জিম্বাবুয়ে এবং আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ থেকে নিজেকে সরিয়ে নেন তামিম। এরপর পারিবারিক কারণে ভারত সফরেও যাননি তিনি। বিপিএল দিয়ে মাঠে ফেরেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। তামিমের তৈরি হতে কিছু সময় লাগছে বলে মনে করেন ম্যাকেঞ্জি।

এ প্রসঙ্গে বাংলাদেশের ব্যাটিং কোচ বলেন, ‘অনেক বছর ধরেই সে বাংলাদেশের সেরা পারফর্মার। সে ইনজুরি থেকে ফিরে এসেছে এবং সে নিজেকে কিছুটা স্থির করছে। ইতিবাচক দিক হচ্ছে সে রান পাচ্ছে। আমরা সবাই জানি সে কী করতে পারে, তাঁর কী সামর্থ্য আছে। সে গত বছর বিপিএল ফাইনালে কেমন খেলেছে দেখেছেন। আমরা সবাই আরও এমন ইনিংস চাই তার কাছ থেকে।’

Bootstrap Image Preview