Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ম্যাচ হারের কারণ জানালেন শফিউল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২০, ১১:৩৪ AM
আপডেট: ২৭ জানুয়ারী ২০২০, ১১:৩৪ AM

bdmorning Image Preview


পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ক্যাচ এবং ফিল্ডিং মিসের কারণে ভুগতে হয়েছে বাংলাদেশ দলকে। সেই ম্যাচে নির্বিষ পারফরম্যান্স ছিল বোলারদেরও। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিততে বেগ পেতে হয়নি বাবর আজমদের। 

টি-টোয়েন্টিতে ক্যাচ এবং ফিল্ডিং মিসের মাশুল কেমন হয়, সেটা ভালোভাবেই টের পেয়েছে মাহমুদউল্লাহরা। দলের ডানহাতি পেসার শফিউল ইসলামও ম্যাচ হারের কারণ হিসেবে ক্যাচ মিসকে উল্লেখ করেন। 

শেষ ম্যাচের আগে শফিউল বলেন, ‘আসলে সবাই তো ভালো খেলার চেষ্টা করছে, হয়তো ওদের দিন গেছে সেদিন, আমরা কিছু ভুল করেছি। টি-টোয়েন্টি খেলায় এই ছোট ভুলগুলো অনেক বড়, এই কারণে আমাদের পক্ষে ফলাফল আসেনি।’ 
 
সোমবার (২৭ জানুয়ারি) সিরিজের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ জিতে শেষটা রাঙিয়ে রাখতে চান শফিউল। তাঁর ভাষ্যমতে, ‘আমরা যখনই একটি সিরিজ খেলতে আসি, তখন সবাই তো জেতার জন্য আসে। আমরাও সেই লক্ষ্যেই এসেছি। যদিও আমার পক্ষে আসেনি। একটা ম্যাচ আছে, এই ম্যাচ ভালোভাবে শেষ করতে চাই।’

প্রথম দুই ম্যাচে নাজুক পারফরম্যান্স করার পরও নিজেদের সামর্থ্য নিয়ে সন্দেহ নেই শফিউলের। বঙ্গবন্ধু বিপিএলের পর পাকিস্তানের মাটিতে ভালো খেলার প্রত্যাশা ছিল তাঁর। এ প্রসঙ্গে শফিউল বলেন, ‘আসলে সামর্থ্য ছিল, তবে আমাদের দলটিও তরুণ বলতে গেলে। কারণ রিয়াদ এবং তামিম ভাই ছাড়া আমরাও তরুণ দল। আমরা বিপিএল খেলে এসেছি। হয়তো আমাদের ভালো খেলা সম্ভব ছিল।’

Bootstrap Image Preview