Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হোয়াইওয়াশের লজ্জা থেকে বাঁচতে একাধিক পরিবর্তন বাংলাদেশ দলে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২০, ১১:১৫ AM
আপডেট: ২৭ জানুয়ারী ২০২০, ১১:১৫ AM

bdmorning Image Preview


পাকিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে নাও নামা হতে পারে বাংলাদেশ দলের ব্যাটসম্যান সৌম্য সরকারের। চোটের কবলে পড়েছেন এই ব্যাটসম্যান। সৌম্য না খেললে একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন।

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুইটিতে হেরে সিরিজ হাতছাড়া হয়েছে বাংলাদেশের। শেষ ম্যাচটি কেবল হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই। এমনিতেই প্রথম দুই ম্যাচে পাকিস্তানের কাছে ব্যাটসম্যানদের ব্যর্থতায় হেরেছে বাংলাদেশ। তার উপর দ্বিতীয় টি-টোয়েন্টির সময় চোট পেয়েছেন এই সিরিজে অলরাউন্ডার হিসেবে খেলা সৌম্য সরকার।

তবে কীভাবে এই চোট পেলেন তা জানা যায়নি। সৌম্যর এই চোটের কারণে অনিশ্চিত হয়ে গেছেন তৃতীয় ম্যাচে তাকে পাওয়া নিয়ে। এদিকে সৌম্য না খেলতে পারলে দলে ঢুকতে পারেন বিপিএলে দারুণ খেলা নাজমুল হোসেন শান্ত। চোট বাদেও শেষ ম্যাচে বেশ কিছু পরিবর্তনের আভাস দিয়েছেন বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো।

“সবাইকে সুযোগ দিতে হবে। আমরা ২-০ ব্যবধানে সিরিজে পিছিয়ে। তিন খেলোয়াড় এখনো সুযোগ পায়নি, তারা অবশ্যই দলে আসবে এবং আমরা আরও পরিকল্পনা করব।”

সৌম্য বাদেও একাদশে ঢুকতে পারেন গতি দিয়ে বিপিএলে আলোচনায় আসা পেসার হাসান মাহমুদ। হাসানকে জায়গা দিয়ে বাদ পড়ার সম্ভবনা রয়েছে আল-আমিন হোসেন। যদিও প্রথম দুই টি-টোয়েন্টি বেশ ভালোই করেছেন এই পেসার। এইদিকে প্রথম দুই ম্যাচে একাদশের বাইরে রয়েছেন আরেক পেসার রুবেলও। প্রথম ম্যাচে সাতে খেলা মিঠুন বাদ পড়েছেন দ্বিতীয় টি-টোয়েন্টিতে।

তবে শেষ পর্যন্ত দেখা যাক কয়টি পরিবর্তন নিয়ে হোয়াইটওয়াশ এড়াতে মাঠে নামে বাংলাদেশ দল।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, নাইম শেখ, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ,নাজমুল শান্ত, মাহেদি হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, আল-আমিন হোসেন, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

Bootstrap Image Preview