Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যেই আজ মাঠে নামবে পাকিস্তান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২০, ০৯:৫৭ AM
আপডেট: ২৭ জানুয়ারী ২০২০, ০৯:৫৭ AM

bdmorning Image Preview


প্রথম দুই ম্যাচ হেসে-খেলেই জিতেছে পাকিস্তান। লাহোরে সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচে কি হবে? বাংলাদেশ কি ঘুরে দাঁড়িয়ে হোয়াইটওয়াশের লজ্জা বাঁচাতে পারবে? এ প্রশ্নই এখন বাংলাদেশ এবং পাকিস্তানের ক্রিকেট পাড়ায়। সোমবার সন্ধ্যা পার হওয়ার পরই জানা যাবে, এই প্রশ্নের উত্তর।

প্রথম ম্যাচে শোয়েব মালিক, দ্বিতীয় ম্যাচে বাবর আজম আর মোহাম্মদ হাফিজের ব্যাটে ভর করে জয় তুলে নেয় পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে তো বলতে গেলে বাংলাদেশকে হেসে-খেলেই হারিয়েছে স্বাগতিক পাকিস্তান। পাকিস্তান অধিনায়ক বাবর আজম বললেন, ‘এটা হচ্ছে তাদের টিম ওয়ার্কে’র ফল।

দ্বিতীয় ম্যাচের পরই অধিনায়ক বাবর আজম জানিয়ে দেন, ‘আমার অধিনায়কত্বের কৃতিত্ব পুরোটাই আমার সতীর্থদের। সিনিয়র এবং বোলাররা আমার জন্য নেতৃত্বটা সহজ করে দিচ্ছেন। সিরিজ জয়টা আামদের খুব প্রয়োজন ছিল। আমরা অনেক বেশি তরুণ খেলোয়াড় খেলিয়েছি। এটা এ জন্য যে, ট্যালেন্ট-পুলে যারা রয়েছে তাদেরকে তুলে আনা। কারণ, সামনেই তো টি-টোয়েন্টি বিশ্বকাপ।’

এরপরই বাবর আজম জানিয়ে দেন, তারা ২-১ নয়, ৩-০ ব্যবধানেই সিরিজ জিততে চান। তিনি বলেন, ‘আমরা চাই ৩-০ ব্যবধানে সিরিজ জিততে। তাদেরকে হোয়াইটওয়াশ করতে। শেষ ম্যাচের জন্য টিম কম্বিনেশন কি হবে, সেটা এখনও ঠিক করিনি।’

Bootstrap Image Preview