Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বুধবার, মে ২০২৪ | ১ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আত্মহত্যা করতে পারে নির্ভয়া কাণ্ডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার অপরাধী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০২০, ০২:২৮ PM
আপডেট: ২৫ জানুয়ারী ২০২০, ০২:২৮ PM

bdmorning Image Preview


যে কোনো মুহূর্তে আত্মহত্যা করতে পারে নির্ভয়া কাণ্ডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার অপরাধী। এ আশঙ্কায় তিহাড় কারাগার কর্তৃপক্ষ সচেতন রয়েছে। সে কারণে তিহাড়ের অন্য বন্দির মধ্যে এখন সবচেয়ে কড়া পাহারায় রয়েছে মুকেশ, পবন, অক্ষয় ও বিনয়।

ভারতের বৃহত্তম কারাগার তিহাড়ে বন্দিদের তালিকায় রয়েছে মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ড ডন ছোট রাজন থেকে দিল্লির গ্যাংস্টার নীরজ বাওয়ানা এবং বিহারের স্ট্রংম্যান তথা রাজনীতিবিদ মুহাম্মদ শাহাবুদ্দিন। 

তবে তাদের ছাপিয়ে গেছে নির্ভয়ার চার ধর্ষক মুকেশ সিং, অক্ষয় ঠাকুর, পবন কুমার গুপ্তা এবং বিনয় শর্মা। আগামী ১ ফেব্রুয়ারি এই চারজনের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা। চলতি বছরের ১৬ জানুয়ারি তাদের তিহাড়ের তিন নম্বর সেলে পাঠানো হয়েছে। সেখানেই তাদের ফাঁসিতে ঝোলানো হবে।

তিহাড় কারাগার কর্তৃপক্ষের শঙ্কা, এই চারজন আত্মহত্যা করতে পারে। চারজনের কেউ আত্মহত্যা করলে তা বড় ইস্যু হয়ে যেতে পারে। সে কারণে ঝুঁকি নিতে চান না কারা কর্মকর্তারা। 

জানা গেছে, ২৪ ঘণ্টা কারারক্ষী ও সিসিটিভির নজরদারিতে রয়েছে চার অপরাধী। এর আগে নির্ভয়া কাণ্ডে আরেক অপরাধী রাম সিং জেলের শৌচাগারে আত্মহত্যা করেছে।

Bootstrap Image Preview