Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শিক্ষার্থীদের পাকিস্তানে যেতে হুমকি ভারতীয় শিক্ষকের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০২০, ১০:৪১ AM
আপডেট: ১৮ জানুয়ারী ২০২০, ১০:৪১ AM

bdmorning Image Preview


ভারতের কেরালা রাজ্যের ত্রিশূর শহরের একটি গার্লস গভর্নমেন্ট স্কুলের এক শিক্ষক সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট (সিএএ) নিয়ে কথা বলার সময় শিক্ষার্থীদেরকে ‘পাকিস্তানে চলে যেতে প্রস্তুত হওয়ার’ হুমকি দিয়েছেন। অবশ্য এই অভিযোগে তাকে বরখাস্ত করা হয়েছে।

এক মুসলিম শিক্ষার্থীর অভিভাবকের করা অভিযোগ অনুসারে, এই শিক্ষক অবজ্ঞার সুরে শিক্ষার্থীদের সঙ্গে নাগরিকত্ব আইন নিয়ে কথা বলেন। শিক্ষা প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কমিটির চেয়ারপারসন সুনীল দত্ত ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম এনডিটিভিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এই শিক্ষক সিএএ নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় একবার না বারবার পাকিস্তানের প্রসঙ্গ টেনে আনেন। এমনকি তিনি প্যারেন্ট টিচার্স অ্যাসোসিয়েশনের সভায় অভিভাবকদের সামনেও একই ধরনের আচরণ করেন। এই স্কুলে মুসলিম শিক্ষার্থীর সংখ্যা অনেক।

এই অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার পর ডিস্ট্রিক্ট ডেপুটি ফর এডুকেশন আদেশ অনুসারে বেশকিছু গুরুত্বপূর্ণ নিয়ম লঙ্ঘনের দায়ে অভিযুক্ত শিক্ষককে বরখাস্ত করা হয়েছে বলেও উল্লেখ করে ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যমটি।

Bootstrap Image Preview